সিলেটরবিবার , ১৪ জুলাই ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

মৌলভীবাজারে বিপদসীমার ওপরে পানি

Ruhul Amin
জুলাই ১৪, ২০১৯ ৪:১৯ অপরাহ্ণ
Link Copied!

মৌলভীবাজার প্রতিনিধি :
কুশিয়ারা নদীর মৌলভীবাজার অংশের শেরপুর পয়েন্টে বিপদসীমার ৪৮ সে.মি. উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। যতোই সময় গড়াচ্ছে ততোই পানি বৃদ্ধি পাওয়ায় মৌলভীবাজার সদর উপজেলার হামরকোণা, ব্রাহ্মণগ্রাম, শেরপুর পুরাতন বাজার এলাকার বিভিন্ন স্থানে বাঁধ উপচে লোকালয়ে তীব্র গতিতে পানি প্রবেশ করছে।

স্থানীয়রা জানান, মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের হামরকোণা জামে মসজিদের পাশে, দাউদপুর সড়কে মধ্যস্থল, ব্রাহ্মণগ্রাম এলাকায় বন্যা প্রতিরক্ষা বাঁধের বিভিন্ন স্থানের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

স্থানীয় চেয়ারম্যান ও পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় বালু ভর্তি বস্তা ফেলে পানি আটকানো যাচ্ছে না বলে জানান স্থানীয় খলিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অরবিন্দ পোদ্দার বাচ্চু।

তিনি বলেন, নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সময় গড়ানোর সাথে সাথে বাঁধের উপর দিয়ে পানির প্রবাহ বাড়ছে। এতে হামরকোণা, দাউদপুর, ব্রাহ্মণগ্রামের শতাধিক ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে।

এদিকে শনিবার সন্ধ্যার দিকে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সদর উপজেলা নির্বাহী অফিসার, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন গেছেন।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বণেন্দ্র শংকর চক্রবর্তী জানান, রাস্তা ও বাঁধ উপচে আসা পানি সাময়িকভাবে বন্ধ করার জন্য স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে দুই হাজার বস্তা দেওয়া হয়েছে। এই সব বস্তা বালু ভর্তি করে ওভারফ্লো স্থানে ফেলা হচ্ছে।