সিলেটশনিবার , ১৭ আগস্ট ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

কাশ্মীর ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত

Ruhul Amin
আগস্ট ১৭, ২০১৯ ৪:৩০ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট :
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গতরাতে কাশ্মীর পরিস্থিতি নিয়ে রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়োছে।

চীন ও পাকিস্তানের আবেদনের পরিপ্রেক্ষিতে শুক্রবার রাতে অনুষ্ঠিত এ বৈঠকে জম্মু-কাশ্মীর পরিস্থিতি পর্যালোচনা করেন নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর প্রতিনিধিরা। এর ফলে গত কয়েক দশকের মধ্যে এই প্রথম জাতিসংঘ নিরাপত্তা পরিষদে কাশ্মীর বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হলো।

জাতিসংঘ নিযুক্ত পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি মালিহা লোধি বলেছেন, এ বৈঠক প্রমাণ করেছে, ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের জনগণের চিৎকার-ধ্বণি জাতিসংঘের কানে পৌঁছেছে। তিনি দাবি করেন, নিরাপত্তা পরিষদ সব সদস্য দেশ আরেকবার জম্মু-কাশ্মীর সম্পর্কে এই পরিষদের প্রস্তাব বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন।

পাকিস্তানের রাষ্ট্রদূত এ দাবি করলেও কোনো কোনো সূত্র জানিয়েছে, চীন ও পাকিস্তান ছাড়া আর কোনো দেশ নয়াদিল্লির সাম্প্রতিক কাশ্মীর সংক্রান্ত পদক্ষেপের বিরোধিতা করেনি।

অন্যদিকে জাতিসংঘে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি সৈয়দ আকবরউদ্দিন বলেছেন, কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয় এবং এখানে বাইরের কারো হস্তক্ষেপ করা উচিত নয়।

এছাড়া নিরাপত্তা পরিষদের এ বৈঠকে থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতিও প্রকাশ করা হয়নি।