সিলেটবুধবার , ৫ আগস্ট ২০২০
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

নেত্রকোনার চিতপুরের হাওরে ঘুরতে এসে নৌকাডুবিতে ১৭ জনের লাশ উদ্ধার

Ruhul Amin
আগস্ট ৫, ২০২০ ৬:০০ অপরাহ্ণ
Link Copied!

সিলেটরিপোর্টঃ

নেত্রকোনার মদন উপজেলায় পর্যটন কেন্দ্র মিনি কক্সবাজার নামে খ্যাত উচিতপুরের হাওরে ঘুরতে এসে নৌকাডুবিতে ১৭ জনের লা’শ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ১ জন। জানাগেছে,নিহতদের অধিকাংশ মাদরাসার ছাত্র- শিক্ষক।

বুধবার বেলা সাড়ে ১১টায় উচিতপুরের সামনের হাওর গোবিন্দশ্রী রাজালীকান্দা নামক স্থানে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে ময়মনসিংহ সদর থানার ৫নং চরশিরতা ইউনিয়ন ও আটপাড়া তেলিগাতী থেকে ৪৮ জন মিনি কক্সবাজার উচিতপুরে ঘুরতে আসেন।

পরে ঘুরতে গেলে হাওরের উত্তাল ঢেউয়ে গোবিন্দশ্রী রাজালীকান্দা নামক স্থানে নৌকাটি ডুবে যায়। এতে ১৭ জনের লা’শ উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান চলছে।

এদিকে নেত্রকোনার মদনের উচিত পুরে মর্মান্তিক নৌ- দূর্ঘটনায়  দুঃখ প্রকাশ ও নিহতদের আত্মার মাফফিরাত কামনা করেছেন  জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ   নেত্রকোনা জেলার সভাপতি মুফতি তাহের কাসেমী,সাধারণ সম্পাদক মাওলানা মফিজুর রহমান, মদন উপজেলা জমিয়তের      সভাপতি মুফতি আনোয়ার হোসাইন, যুব জমিয়তের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মাওলানা রুহুল আমীন নগরী।