সিলেটমঙ্গলবার , ২৭ ডিসেম্বর ২০১৬
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

শাহ আবু দৌলত মাদরাসায় টাওয়ার হ্যামলেটস এর স্পীকার খালিছ উদ্দিন

Ruhul Amin
ডিসেম্বর ২৭, ২০১৬ ১০:১৩ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: যুক্তরাজ্যস্থ টাওয়ার হ্যামলেটস এর স্পীকার খালিছ উদ্দিন আহমদ বলেছেন, সুশিক্ষা অর্জনের মাধ্যমে আগামী প্রজন্মকে দেশের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। জ্ঞানের রাজ্যে শ্রেষ্ঠত্ব অর্জনকারী মেধাবী সন্তানরাই আগামীর সম্পদ। তাদেরকে সঠিকভাবে জ্ঞান অনুশীলনের পাশাপাশি সমাজের কল্যানে নিবেদিত হতে হবে। বিশেষ করে নীতিনৈতিকতা সম্পন্ন জ্ঞান অর্জনের মাধ্যমে সুস্থ সমাজ গঠনের স্বার্থে তাদেরকে কাজ করতে হবে।

তিনি ২৭ ডিসেম্বর মঙ্গলবার বেলা ১১টায় দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের হযরত শাহ আবু দৌলত-জাকারিয়া (র:) ক্যাডেট মাদরাসার বার্ষিক ফলাফল প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

লালাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি খায়রুল আফিয়ান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল, যুক্তরাজ্য প্রবাসী নাসির উদ্দিন, সিলাম ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব, বিশিষ্ট ব্যবসায়ী এনামুল হক।

মাদরাসার প্রিন্সিপাল মাওলানা নজরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাউথ সুরমা এডুকেশন সোসাইটির জেনারেল সেক্রেটারী কামরুজ্জামান খান ফয়ছল, সমাজসেবী আব্দুল কাদির খান কফিল, বিবিদইল বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা মাহবুবুল আলম, মাদরাসার সহকারী শিক্ষক আব্দুল কাদির, শাহরিয়ার হোসেন লয়েছ।

অনুষ্ঠান মাদরাসার পক্ষ  থেকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দকে। পরে আনুষ্ঠানিক ভাবে মাদরাসার বার্ষিক ফলাফল ঘোষণা করা হয়।