সিলেটবৃহস্পতিবার , ২৯ ডিসেম্বর ২০১৬
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

দারুল কুরআন সিলেটের সম্মেলনে ‘কওমী শিক্ষা ব্যবস্থা ঠিকে থাকলে স্বাধীনতা ঠিকে থাকবে’

Ruhul Amin
ডিসেম্বর ২৯, ২০১৬ ১১:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: জামিয়া দারুল কুরআন সিলেট এর ৫ম বার্ষিক ইসলামি মহাসম্মেলন গতরাত সম্পন্ন হয়েছে। জামিয়ার প্রিন্সিপাল এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, মাওলানা অালীনুর ও মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিভিন্ন অধিবেশনে সভাপতিত্ব করেন মাওলানা শায়খ জিয়াউদ্দীন, মাওলানা মুহিবুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জ। বিশেষ অতিথি হিসেবে বয়ান পেশ করেন শায়খুল হাদীস আল্লামা নুরুল ইসলাম খান, মাওলানা জুনাইদ আল হাবিব, মাওলানা তাফাজ্জুল হক আজিজ,মাওলানা হাম্মাদ গাজীনগরী প্রমুখ।
সম্মেলনে বিগত ৫ বছরে দাওরায়ে হাদীস সমাপনকারী প্রায় একশত ফুজালাদের সম্মাননা বেজ প্রদান করা হয়। সম্মেলনে বক্তারা ইসলামী শিক্ষা বিরুধী সর্বপ্রকার নীলনকশার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার শপথ নেন। তারা বলেন, যত দিন ইসলামী শিক্ষা তথা কওমী শিক্ষা ব্যবস্থা ঠিকে থাকবে ততদিন এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ঠিকে থাকবে। স্বীকৃতির দোহাই দিয়ে কেউ যদি কওমী শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয় তাহলে এদেশের ত্যেহিদী জনতা তাদের বিরুদ্ধে গণআন্দোলনে নামতে বাধ্যহবে। প্রিন্সিপাল শাহীনূর পাশা তার বক্তব্যে রোহিঙ্গা মুসলিমদের প্রতি মানবিক আচরণের জন্য বাংলাদেশ সরকার ও বিজিবির প্রতি আহবান জানান। তিনি বলেন, ওরা আমাদের ভাই-বোন তাই সীমান্তে চলে আসা অসহায় লোকদের আশ্রয় প্রদান করা মানবিক দায়িত্ব একই সাথে সাংবিধানিক দায়িত্ব বলেও তিনি উল্লেখ করেন।