সিলেটরবিবার , ১৫ জানুয়ারি ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

পাথর কোয়ারি খুলে দিতে জাফলংয়ে বিক্ষোভ

Ruhul Amin
জানুয়ারি ১৫, ২০১৭ ৭:৪৪ অপরাহ্ণ
Link Copied!

gowainghat photo 15-01-2017 (2)গোয়াইনঘাট প্রতিনিধি :

জাফলং, বিছনাকান্দি ও ভোলাগঞ্জ পাথর কোয়ারি সচল করার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে স্থানীয় নলজুরি বাজারে জৈন্তাপুর-গোয়াইনঘাট ব্যবসায়ী শ্রমিক ঐক্য পরিষদ’র উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ব্যবসায়ী শ্রমিক ঐক্য পরিষদ’র সমন্বয়কারী আব্দুল মুতলিব খান’র সভাপতিত্বে ও জাফলং ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সোহেল আহমেদের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন তামাবিল পাথর, চুনা পাথর ও কয়লা আমদানী কারক গ্রুপের সভাপতি ও জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী, সিলেট জেলা ট্রাক চালক সমিতির সাবেক সভাপতি আবু সরকার, পূর্ব জাফলং ইউনিয়ন আওয়ামীলীগের আহ্বায়ক মিনহাজ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, জাফলং পাথর ব্যবসায়ী সমিতির সহ সভাপতি ইসমাইল আলী, সাধারণ সম্পাদক হাফিজ মিয়া, জাফলং স্টোন ক্রাশার মিল মালিক সমিতির সভাপতি বাবলু বখত্, সহ সভাপতি আব্দুর রহিম খাঁন, তামাবিল পাথর, চুনা পাথর ও কয়লা আমদানী কারক গ্রুপের সাধারণ সম্পাদক ছরোয়ার হোসেন ছেদু, গোয়াইনঘাট প্রেস ক্লাবের সহ সভাপতি মিনহাজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোকাদ্দছ আলী, ইসমাইল হোসেন সুরুজ, ইউপি সদস্য লিটন মিয়া, বৃহত্তর জৈন্তা ট্রাক চালক সমিতির সভাপতি মো. নুরু মিয়া, সাধারণ সম্পাদক ইদন মিয়া, জাফলং ট্রাক চালক সমিতির সাবেক সভাপতি ফয়জুল ইসলাম, বর্তমান সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া, জৈন্তাপুর উপজেলা শ্রমিকলীগ নেতা সেলিম আহমেদ, পিয়াইন পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, জাফলং পাথর শ্রমিক সংগঠনের সভাপতি আব্দুস শহীদ, সম্পাদক আব্দুস ছালাম প্রমুখ।

আয়োজিত বিক্ষোভ সমাবেশ বক্তারা মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, মানবিক দিক বিবেচনা করে কয়েক লক্ষ ব্যাবসায়ী ও শ্রমিকের রুটি রুজির একমাত্র উপার্জনস্থল জাফলং পাথর কোয়ারি আল্লাহর ওয়াস্তে সচল করে দিন। দ্রুত সময়ের মধ্যে জাফলং পাথর কোয়ারি সচল ও সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলণ কার্যক্রম স্বাভাবিক করে না দেওয়া হলে পরবর্তীতে আরও কঠোর আন্দোলনের হুশিয়ারী উচ্চারণ করেন তারা।

বিক্ষোভ সমাবেশ চলাকালে লোকে লোকারণ্য হয়ে সিলেট-তামাবিল মহা সড়ক প্রায় ৪ ঘন্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এসময় সড়কের উভয় পাশে অনেক যানবাহন আটকা পড়ে।