সিলেটবুধবার , ২৫ জানুয়ারি ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষা সভ্যতার সোপান : অতিরিক্ত জেলা প্রশাসক

Ruhul Amin
জানুয়ারি ২৫, ২০১৭ ৮:০৩ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট:
সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম চৌধুরী বলেছেন সু-শৃংখল জাতি হিসেবে বিশ্বের দরবারে মাথা উচু করে দাড়াতে হলে স্কাউটসের মাধ্যেমে নতুন প্রজন্মকে গড়ে তুলতে হবে। শিক্ষা হচ্ছে মানব জাতির সভ্যতার সোপান আর এসোপানে নিজেকে বিলিয়ে দিলে একজন মানুষ প্রকৃত মানুষ না হয়ে পারে না। স্কাউটসরা কোন সময় অনৈতিক কাজে জড়ায় না। তারা দেশ ও জাতির কল্যানে সবসময় নিয়োজিত রাখে।
গত ২৪ জানুয়ারী রাতে জহিরিয়া এম ইউ উচ্চবিদ্যালয় মাঠে সিলেট সদর উপজেলা স্কাউটসের মহাতাবু জলসা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন তিনি। সদর উপজেলা স্কাউটস সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার কাইজার মুহাম্মদ ফারাবির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ বলেন স্কাউটসই শিক্ষার্থীদেরকে পরি পূর্ণ মানুষ হিসেবে গড়তে সহায়তা করে। যে সকল শিক্ষার্থী স্কাউটসে আসে না তারা অনেক শিক্ষা থেকে  বঞ্চিত রইল। উপজেলা কাব গ্রুপ কমিটির সভাপতি সঞ্জয় কুমার নাথ ও উপজেলা স্কাউটস লিডার অসীম রঞ্জন তালুকদারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সদর উপজেলা স্কাউটস সম্পাদক আব্দুর রহমান খোরাশানীর স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে সুচিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক অফিসার পুলন চন্দ্র রায়শ, সদর উপজেলা স্কাউটস কমিশনার রুহুল আমিন, সিলেট জেলা সম্পাদক এমদাদুল হক সিদ্দিকী, সিলেট জেলা বেসিক কোর্স কাপলীডার (এ,ল,টি) দিলিপ কুমার দেব, প্রগ্রাম চীপ লক্ষী রানী পাল। উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা রোমান মিয়া, দিলিপ ময় দাস চৌধুরী, শিক্ষক অচিনতোভট্রাঃ,নিমেষ চক্র বর্তী, ননী গোপাল দাশ, বিমল দাস,শাহ জাদি খানম, নিকেতন দাস প্রমূখ। পরে নানা আয়োজনের মধ্যদিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।