সিলেটসোমবার , ৩০ জানুয়ারি ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে হুফফাজের প্রতিযোগীতায় ফরিদাবাদের ২০জন

Ruhul Amin
জানুয়ারি ৩০, ২০১৭ ১০:০০ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত ২১তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা মঙ্গলবার (৩১ জানুয়ারি ২০১৭) সিলেট এমসি কলেজ রোডস্থ আমান উল্লাহ কনভেনশন হলে অনুষ্ঠিত হচ্ছে। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাছাই চলবে। বেলা ২টায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সিনিয়র ইমাম মুফতি মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট সদর উপজেলা পরিষদএর চেয়ারম্যান আশফাক আহমদ, হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন সিলেট বিভাগের সভাপতি হাফেজ মাওলানা আসজাদ আহমদ, প্রধান উপদেষ্টা মাওলানা শাহ নজরুল ইসলাম প্রমুখ। সিলেট সদর উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শতাধিক প্রতিযোগী অংশ নেবে উক্ত প্রতিযোগিতায়।
এদিকে, জামেয়া ফরিদাবাদ থেকেও অংশ নিচ্ছে ২০জনের মতো ক্ষুদে প্রতিযোগী।
জামেয়ার শিক্ষক মাওলানা লুকমান হাকিত সিলেট রিপোর্ট জানান, ২০১৪ সালের জাতীয় প্রতিযোগিতায় সারা বাংলাদেশে প্রথম স্থান অধিকার করেছিল জামেয়ার কৃতী শিক্ষার্থী হাফিয আতিকুর রহমান। ২০১৫ সালে জেলাভিত্তিক বাছাইপর্বে ৩০পারা গ্রুপে প্রথম স্থান অর্জন করেছিল আবদুল গফফার সেবা। ১০ পারা গ্রুপে দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছিল যথাক্রমে মোস্তফা আহমদ নাদের ও আদনানুর রহমান। ২০১৬ সালে জেলাভিত্তিক বাছাইপর্বে ৩০পারা শিশুগ্রুপে প্রথম স্থান অধিকার করেছিল জামেয়ার শিক্ষার্থী হাফিয জামিল আমিন। ২০পরা গ্রপে প্রথম স্থান অধিকার করেছিল আবদুল গফফার সেবা এবং ১০পারা গ্রুপে দ্বিতীয় স্থান অধিকার করেছিল মামনুন সাঈদ।