শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ১২:৫১ অপরাহ্ন

আন্তর্জাতিক জলসীমায় গাজা-মুখী নৌবহরকে ইসরাইলি সেনাদের ঘেরাও

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে আন্তর্জাতিক জলসীমায় যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলাকে ঘিরে ফেলেছে ইসরাইলি যুদ্ধজাহাজ। বৃহস্পতিবার রাতের ঘটনায় বহরের তিনটি প্রধান জাহাজ আলমা, আদারা এবং সিরিয়াস ইসরাইলি সেনাদের নিয়ন্ত্রণে চলে গেছে।

ফ্লোটিলার আয়োজকরা জানাচ্ছেন, জাহাজগুলোতে সকল নেভিগেশন ও যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে গেছে। আয়োজক থিয়াগো আভিলা এক সংবাদ সম্মেলনে এটিকে ‘সাইবার হামলা’ হিসেবে উল্লেখ করেছেন।

সংবাদমাধ্যম মিডেল ইস্ট আই জানিয়েছে, আদারা জাহাজে থাকা অধিকারকর্মীদের মোবাইল ফোন পানিতে ফেলে দিতে দেখা গেছে। তবে তারা স্বেচ্ছায় এমন করেছেন নাকি বাধ্য হয়েছেন, তা স্পষ্ট নয়।

সুমুদ ফ্লোটিলার অফিসিয়াল বিবৃতিতে বলা হয়েছে, “জাহাজগুলোকে অবৈধভাবে আটক করা হচ্ছে। ক্যামেরা বন্ধ, সামরিক বাহিনী জাহাজে উপস্থিত। আমরা সক্রিয়ভাবে চেষ্টা করছি অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে।”

ফ্লোটিলায় বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৫০০ জন নাগরিক রয়েছে, যার মধ্যে রয়েছে সংসদ সদস্য, আইনজীবী, মানবাধিকারকর্মী এবং সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ। ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গ্রেটা এবং তার দল ‘নিরাপদ ও সুস্থ’ আছেন।

ফ্লোটিলার লক্ষ্য ছিল গাজায় জরুরি সহায়তা পৌঁছে দেওয়া, যা মানবিক সংকটের মাঝে আন্তর্জাতিক নজর কাড়ার চেষ্টা হিসেবে দেখা হচ্ছে।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews