সিলেটরবিবার , ৫ ফেব্রুয়ারি ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

যুব জমিয়তের ভাষা আন্দোলনে যুব সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা

Ruhul Amin
ফেব্রুয়ারি ৫, ২০১৭ ১:২৩ অপরাহ্ণ
Link Copied!

শাহিদ হাতিমী :
যুব জমিয়ত বাংলাদেশ এর উদ্যোগে “ভাষা আন্দোলনে যুব সমাজের অবদান শীর্ষক আলোচনা সভা” শনিবার সন্ধ্যায় রাজধানীর পল্টনস্খ জমিয়ত মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় সভাপতি মাওলানা শারফুদ্দীন ইয়াহইয়া কাসেমীর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কোন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরী সভাপতি, দেশ নন্দিত মুফাচ্ছিরে কুরআন, শায়খুল হাদীস আল্লামা মুফতি মঞ্জুরুল ইসলাম আফেন্দী।

সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন তরুণ প্রজন্মের অহংকার, সিলেটের গর্ব, যুক্তরাজ্যের প্রতিভাবান তরুণ আলেম, আন্তর্জাতিক ক্বারী, জমিয়তে উলামায়ে ইসলাম ওলসাল-বার্মিংহাম ইংল্যান্ডের সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা কারী মুদ্দাসসির আনওয়ার বিন ইমদাদুল হক হবিগঞ্জী ৷

যুব জমিয়তের কেন্দ্রীয় জয়েন সেক্রেটারী মুফতি আল আমীন কাসেমীর সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- যুব জমিয়ত বাংলাদেশ এর সেক্রেটারী জেনারেল, সজ্জন ব্যক্তিত্ব, মুফতী মাওলানা গোলাম মাওলা, সহ সভাপতি মাওলানা শরীফ খালেদ সাইফুল্লাহ, সহ সভাপতি মাওলানা আব্দুল কাদীর জিলানী, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা রুহুল আমীন নগরী, ঢাকা মহানগর যুব জমিয়তের সভাপতি মাওলানা জাবের বিন আল্লামা নূর হোসাইন কাসেমী, ছাত্র জমিয়ত বাংলাদেশ এর মুহতারাম সভাপতি মুফতি নাসির উদ্দীন খান ৷

উপস্থিত ছিলেন, মহানগর যুব জমিয়ত সেক্রেটারী মাওলানা তোফায়েল গাজালী, যুব জমিয়ত বাংলাদেশ এর কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ও মুসলিমবাগ কামরাঙ্গীরচর মাদরাসার মুহাদ্দিস, লেখক-খতীব মাওলানা রেজাউল কারীম, পল্টন থানা যুব জমিয়তের সভাপতি মাওলানা আলিমুদ্দীন, ছাত্র জমিয়ত বাংলাদেশ-ঢাকা মহানগরী সভাপতি মাওলানা বুরহান উদ্দীন, ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুহাইল আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক আহমদুল হক উমামা, প্রচার সম্পাদক মাঈনুদ্দীন মানিক, কেন্দ্রীয় নির্বাহী সদস্য হাফেজ শাহিদ হাতিমী ও ছাত্র জমিয়ত কর্মী এনামুল হক প্রমুখ ৷

আলোচনা সভায় ৫২’র ভাষা আন্দোলনে ছাত্র-যুব সমাজের আত্মত্যাগ ও বিসর্জনের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করে প্রধান আলোচক মাওলানা মুদ্দাসসির আনওয়ার বলেন, ভাষা মহান আল্লাহ তাআলার অপূর্ব দান এবং ভাষার বৈচিত্র আল্লাহর অন্যতম এক নিদর্শন ৷ পৃথিবীর ইতিহাসে বাংলা ভাষাভাষী মানুষই তাদের মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়েছে ৷ তাজা প্রাণ ঝরাতে হয়েছে এ ভাষার জন্য৷ কাজেই রাষ্ট্রের সকল পর্যায়ে বাংলাভাষাকে সকল ভাষার উপর গুরুত্ব দিতে হবে ৷