সিলেটশুক্রবার , ১০ ফেব্রুয়ারি ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

খাসদবীর দারুসসালাম মাদ্রাসার সম্মেলন সম্পন্ন

Ruhul Amin
ফেব্রুয়ারি ১০, ২০১৭ ১১:১৩ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: মাওলানা মুফতি রশিদুর রহমান ফারুক পীর সাহেব বরুনা বলেছেন,কওমী মাদ্রাসা আদর্শ নাগরিক তৈরি করে,শান্তির পতাকাবাহী আলেম-উলামা গড়ে তুলে। কওমী
মাদ্রাসাগুলোতেই প্রিয় নবী (সঃ)এর শান্তির
বাণী শিক্ষা দেয়া হয়,নবীর উত্তরাধিকারী
তৈরি করা হয়।
তিনি গতকাল ৯ফেব্রুয়ারী বৃহস্পতিবার
সিলেটের ঐতিহ্যবাহী জামেয়া মদীনাতুল
উলূম দারুসসালাম খাসদবীর মাদ্রাসার ৪১তম
বার্ষিক ইসলামী মহাসম্মেলনে প্রধান
অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
জামেয়ার মুহতামিম ও শায়খুল হাদীস হাফিজ
মাওলানা মুফতি ওলীউর রহমানের
সভাপতিত্ব অনুষ্ঠিত সম্মেলনে হাজার ধর্মপ্রান
জনতা অংশ গ্রহণ করেন। আজ শুক্রবার সকাল ৯টায়
আখেরী মোনাজাতের মাধ্যমে সম্মেলন শেষ
হয়।
সম্মেলন বাস্তবায়ন কমিটির সচিব মাওলানা
নিয়ামত উল্লাহ খাসদবিরী ও মাওলানা
আমজাদ হুসাইন এর যৌথ পরিচালনায় সম্মেলনে
বয়ান পেশ করেন শায়খুল হাদীস হাফিজ
মাওলানা মাসউদ আহমদ বাঘার হুযুর, শায়খুল
হাদীস মাওলানা আব্দুস শহিদ গলমুকাপন,শায়খুল
হাদীস মাওলানা আহমদ আলী খরিলহাট,প্রিন্স
িপাল মাওলানা হাবিবুর রহমান,মাওলানা
আব্দুল হক শায়খে বানারাই, প্রিন্সিপাল
মাওলানা হাফিজ মজদুদ্দীন,মাওলানা নূরুল
ইসলাম বিশ্বনাথী,মাওলানা শফিকুল হক
আমকুনী,মাওলানা মুফতি আবুল কালাম
জাকারিয়া, মাওলানা মমতাজ উদ্দিন
বড়দেশী,মাওলানা মুফতি মনজুর রশিদ আমিনী,
মাওলানা আজগর হুসাইন যুক্তরাজ্য,মাওলানা
সালেহ নজীব আল আয়ূবী । বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের
সাময়িক বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরী, ৫নং ওয়ার্ড কাউন্সিলর রেজওয়ান আহমদ।