সিলেটবৃহস্পতিবার , ৯ মার্চ ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

জামিয়া হিদায়াতুল ইসলাম সিলেটের মাহফিল সম্পন্ন

Ruhul Amin
মার্চ ৯, ২০১৭ ১১:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: প্রখ্যাত শায়খুল হাদীস আল্লামা নুরুল ইসলাম খান বলেছেন, দেশের যুব সমাজ ও আমাদের আগামী প্রজন্ম দিকভ্রান্ত হচ্ছে প্রকৃত জ্ঞানার্জন না করার কারণে। খুন, জোয়া, নেশা, অশ্লিলতা যেন আজ রাষ্ট্রীয় কৃষ্টি কালচার। প্রকৃত মানব ও চরিত্র গঠনের পরিকল্পনার বর্তমানে বড়ই অভাব। জনাব খান বলেন, আদর্শ মানব গঠনে কোরআন সুন্নার শিক্ষার বিকল্প নেই। তিনি সিলেট শহরের পাড়ায পাড়ায় দ্বীনী প্রতিষ্ঠান গড়ে তোলার আহবান জানান।
জামিয়া হিদায়তুল ইসলাম সিলেটের বার্ষিক ইসলামী সম্মেলনে প্রধান অতিথির বয়নে শায়খুল হাদীস আল্লামা নুরুল ইসলাম খান উপরোক্ত কথাগুলো বলেন। মাহফিলের শুরুতে স্বাগত বক্তব্য রাখেণ জামিয়ার মুহতামিম মাওলানা শায়েখ মুফতী মুতিউর রহমান।
মাওলানা মুহিউল ইসলাম বুরহানের সভাপতিত্বে মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বয়ান পেশ করেন, সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী, প্রখ্যাত মুফাচ্ছিরে কুরআন মাওলানা তাফাজ্জুল হক আজীজ, শায়খুল হাদীস মাওলানা মুশাহিদ আলী, মাওলানা হাম্মাদ আহমদ গাজীনগরী, মাওলানা হাফিজ আব্দুল হান্নান, মাওলানা আশরাফ উদ্দীন, মাওলানা হোসাইন আহমদ ধরনপুরী, মাওলানা শামসুল ইসলাম। অন্যান্যের মধ্যে বয়ান পেশ করেন, মাওলানা আলী নূর, মাওলানা আহমদ ছগির, মাওলানা নাছির উদ্দিন, মাওলানা তোফায়েল আহমদ উসমানী।

সম্মেলনে জামিয়ার সুনাম অর্জনকারী মেধাবী ছাত্র এবং জমিয়ার বার্ষিক পরীক্ষায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী ছাত্রদেরকে পুরস্কার প্রদান করা হয়। জামিয়ার হিফজ বিভাগের শিক্ষক জাগরণ সাংস্কৃতিক দলের পরিচালক হাফিজ আব্দুল করিম দিলদারের সংগীত পরিবেশনার মাধ্যমে সম্মেলন উপলক্ষে প্রকাশিত স্মারক সাফল্যের ৪ বছর এর মোড়ক উন্মোছন করেন সাবেক এমপি মাওলানা শাহীনূর পাশা চৌধুরী সহ অতিথিবৃন্দ।