সিলেটবুধবার , ৫ এপ্রিল ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ফেনুর বিরুদ্ধে জ্বালানী ব্যবসায়ীদের স্মারকলিপি

Ruhul Amin
এপ্রিল ৫, ২০১৭ ৪:৫০ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট:
বাকীতে জ্বালানী সংগ্রহ করে এখন প্রায় কোটি টাকা পরিশোধ করতে নানা টালবাহানা করছেন পশ্চিম কাজলশাহ এলাকার ‘আর আর ট্রান্সপোর্টে’র স্বত্ত্বাধিকারী মো. রফিকুল ইসলাম ফেনু।  বুধবার সকাল ১০টায় সিলেটের জেলা প্রশাসক বরাবর দেওয়া এক নালিশী দরখাস্তে এমন অভিযোগ করেছেন বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউটরস এজেন্টস এন্ড পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশন সিলেটের নেতৃবৃন্দ।
দরখাস্তে তারা অভিযোগ করেন, জালালাবাদ থানা টুকের বাজার এলাকার মৃত সফাত উল্লাহর ছেলে হাজী মো. হেলাল উদ্দিনের মালিকানাধীন টুকের বাজারের তেমুখী পয়েন্ট অবস্থিত মেসার্স সফাত উল্লাহ ফিলিং স্টেশন থেকে রফিকুল ইসলাম ফেনুর ১২০টি গাড়ির জন্য ২০১৬ সালের ফেব্রুয়ারি থেকে মাসিক চুক্তিতে নিয়মিত জ্বালানী সংগ্রহ করা হতো। ফেনু প্রতিমাসে বিল পরিশোধ করলেও চলতি বছর জানুয়ারি মাস থেকে হঠাৎ বিল প্রদান বন্ধ করে দিয়েছেন। বর্তমানে তার কাছে হেলাল উদ্দিনের মালিকানাধীন প্রতিষ্ঠানের প্রায় ৯৪ লাখ  টাকা পাওনা রয়েছে।
এ ব্যপারে সমিতির পক্ষ থেকে ডাকা সভায়ও ফেনু উপস্থি হননি বলেও জিডিসূত্রে জানা গেছে।
এ ব্যপারে হেলাল উদ্দিন গত ১৭ ফেব্রুয়ারি জলালাবাদ থানায় একটি জিডি (নং ৮৬৮/১৭) ও করেছেন।
জেলা প্রশাসক রাহাত আনোয়ার দরখাস্তটি গ্রহন করেন এবং বিষয়টি সমাধান করে দেওয়ার জন্য তৎক্ষনাৎ এ ডি এম আবু সাফাত মো. সাহেদুল ইসলামকে দায়িত্ব দেন।

দরখাস্ত প্রদানের সময় উপস্থিত ছিলেন সাবেক সাংসদ মুক্তিযোদ্ধা মুহিবুর রহমান মানিক, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কমিশনার আব্দুল খালিক, জালালাবাদ পেট্রোলিয়াম ডিলার্স, ডিষ্টিবিউটরস, এজেন্ট এন্ড পেট্রোলপাম্প ওনার্স এসোসিয়েশন সিলেট বিভাগীয় সভাপতি মো. মোস্তুফা কামাল, বাংলাদেশ সিএনজি ফিলিং এন্ড কনভার্সন ওয়ার্কশপ স্টেশন ওনার্স এসোসিয়েশনের সভাপতি মো. জুবায়ের আহমদ চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. আমিরুজ্জামান চৌধুরী, সিলেট জেলা টেংকলরী  মালিক সমিতির সভাপতি মো. হুমায়ুন আহমদ ও মো. হেলাল উদ্দিন। এ ডি এম আবু সাফাত মো. সাহেদুল ইসলাম জানান, বিবাদী রফিকুল ইসলাম ফেনুকে নোটিশ করা হয়েছে। আগামী ১১ এপ্রিল বিকেল ৪টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে জবাব দাখিল করতে বলা হয়েছে। ঐদিন উভয়পক্ষকে নিয়েই বিষয়টি দেখা হবে।