সিলেটবৃহস্পতিবার , ৬ এপ্রিল ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সিলেট পরিবহন শ্রমিক সংগঠন থেকে আবু বহিষ্কার

Ruhul Amin
এপ্রিল ৬, ২০১৭ ৮:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:  বিতর্কিত আবু সরকারকে এবার সিলেট বিভাগ পরিবহন শ্রমিক সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন থেকে তাকে বহিষ্কার করা হয়। গতকাল দু’টি সংগঠনের এক যৌথ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। নানা বিতর্কিত ঘটনায় সিলেটে শ্রমিক নেতা আবু সরকার আলোচনায় এসেছেন বার বার। সর্বশেষ সিলেটে পরিবহন শ্রমিকদের অবরোধ চলাকালে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীর গাড়িতে হামলার ঘটনায় আলোচিত হয় আবু সরকার। আর এ ঘটনার পর আবু সরকারের সঙ্গে শ্রমিক সংগঠনগুলোর তীব্র বিরোধ দেখা দেয়। এবং আবু সরকারের কর্মকাণ্ডে নাখোশ হন পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারা। তারা বার বার আবু সরকারকে নোটিশ প্রদান করলেও তিনি সংগঠনের তোয়াক্কা করেননি। উল্টো ক্যাডার বাহিনী নিয়ে মহড়া দিয়েছেন। জেলা আওয়ামী লীগ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীর গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলায় আবু সরকার প্রধান আসামি। গতকাল বিকালে সিলেট জেলা পরিবহন শ্রমিকরা আবু সরকারকে বহিষ্কারের কারণ তুলে ধরে বিজ্ঞপ্তি দিয়েছেন। এর মধ্যে সিলেটের এমসি কলেজের শতবর্ষী ছাত্রাবাস পুড়ানোর ঘটনায় আবু সরকার জড়িত ছিল বলে উল্লেখ করা হয়। এছাড়া- সিলেটের জাফলংয়ে ২০১০-১৪ সালে আবু সরকার সভাপতি থাকাকালে বাঁশকল বসিয়ে লাখ লাখ টাকা আদায় করে। এবং পরবর্তীতে ওই টাকা আত্মসাৎ করেন। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় ২০১৩-১৪ সালে সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি থাকাকালে অনিয়ম, দুর্নীতি ও সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাকে সভাপতির পদ থেকে বহিষ্কার করা হয়। পাশাপাশি জাফলংয়ে বাঁশকল উচ্ছেদে বিরোধিতাসহ শ্রমিকদের ন্যায্য আন্দোলনে বিরোধিতা করে আসছে। জাফলং পাথর কোয়ারি ও সারিঘাট বালুমহাল থেকে লাখ লাখ টাকা চাঁদা আদায় করে আবু সরকার আত্মসাৎ করেছে। ১৯শে ফেব্রুয়ারি সিলেটের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীর গাড়িতে হামলা চালায়। এর বাইরে শ্রমিক সংগঠনের সাধারণ সভা বানচাল করার চেষ্টা চালায় আবু সরকার। সিলেট জেলা পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি সেলিম আহমদ ফলিক জানিয়েছেন- এসব ঘটনায় বিতর্কিত হওয়া আবু সরকারকে বার বার সংগঠনের পক্ষ থেকে নোটিশ প্রদান করা হয়। কিন্তু সে হাজির হয়নি। উল্টো দলবল নিয়ে মহড়া দেয়। এ কারণে তাকে সংগঠনের ২৬ ধারা মোতাবেল বহিষ্কার করা হয়েছে। এদিকে- আবু সরকারের বিতর্কিত কর্মকাণ্ডের বিরুদ্ধে গতকাল সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি সেলিম আহমদ ফলিক। গতকাল সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি দিলু মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শ্রমিক নেতা হাজী লোকমান মিয়া। সংগঠনের কার্যকরী সভাপতি আবদুস সালামের পরিচালনায় যৌথসভায় বক্তব্য রাখেন- সংগঠনের সহ-সভাপতি হাসমত আলী হাসু, মো. আবদুল গফুর, যগ্ম সম্পাদক মো. আরিফ হোসেন হীরা, সাংগঠনিক সম্পাদক শ্রী নিখিল চন্দ্র দাশ, প্রচার সম্পাদক মো. মানিক মিয়া, দপ্তর সম্পাদক মো. বাবুল হোসেন, কোষাধ্যক্ষ রাজা আহমদ তুরু, সদস্য মো. কানু মিয়া, মো. লায়েক মিয়া, মো. আবদুুল জলিল, মো. আলী আহমদ, মো. শরীফ আহমদ প্রমুখ। সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি দিলু মিয়া গতকাল  জানিয়েছেন- বিতর্কিত কর্মকাণ্ডের জন্য আবু সরকারকে সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন থেকে বহিষ্কার করা হয়েছে। সে এখন থেকে আর সাধারণ সদস্যও নয়। তিনি বলেন- এ রকম বিতর্কিত ব্যক্তিকে কোনোভাবে সংগঠনে রাখা যায় না। এ কারণে সর্ব সম্মতিক্রমে এ সিদ্বান্ত গ্রহণ করা হয়েছে। এদিকে- গতকাল যৌথ সভায় আবু সরকারের বহিষ্কারের পাশাপাশি তাকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানেও দাবি জানিয়েছেন পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারা।

—-মানব জমিন