সিলেটমঙ্গলবার , ১১ এপ্রিল ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

কওমি সনদের স্বীকৃতির ঘোষণা সন্ধ্যায়

Ruhul Amin
এপ্রিল ১১, ২০১৭ ১২:১৯ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট :

অবশেষে সনদের স্বীকৃতি পাচ্ছেন দেশের লাখ লাখ কওমি শিক্ষার্থী। মঙ্গলবার সন্ধ্যায় গণভবনে আলেমদের এক সমাবেশে সনদের স্বীকৃতির ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড বেফাকের চেয়ারম্যান ও হেফাজত আমির আল্লামা আহমদ শফীর নেতৃত্বে তিন শতাধিক আলেম গণভবনে উপস্থিত থাকবেন।

জানা গেছে, গণভবনের অনুষ্ঠানে যোগ দিতে আল্লামা আহমদ শফী ইতোমধ্যে ঢাকায় এসেছেন। তার নেতৃত্বেই স্বীকৃতি দেয়া হচ্ছে কওমি মাদ্রাসার। তবে স্বীকৃতির ধরণ এবং কোন কোন স্তরকে স্বীকৃতি দেয়া হবে তা জানা যায়নি।

গণভবনের অনুষ্ঠানে আলেমদের মধ্যে উপস্থিত থাকবেন মাওলানা আশরাফ আলী, মাওলানা মাহমুদুল হাসান, মুফতি মোহাম্মদ ওয়াক্কাস, মাওলানা নূর হোসাইন কাসেমী, মাওলানা আবদুল বাসিত বরকতপুরী, মাওলানা আবদুল হালিম বোখারি, মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদ, মুফতি রুহুল আমীন, মাওলানা সুলতান যওক নদভী, মাওলানা আবদুল কুদ্দুস, মাওলানা জোবায়ের আহমদ চৌধুরী, মাওলানা আযহার আলী আনোয়ার শাহ, মাওলানা মুসলেহুদ্দীন রাজু, মাওলানা কেফায়াতুল্লাহ, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা মাহফুজুল হক, মুফতি আরশাদ রাহমানী, মুফতি মোহাম্মদ আলী, মাওলানা ইয়াহইয়া মাহমুদ প্রমুখ।

২০১২ সালের ১৫ এপ্রিল প্রধানমন্ত্রীর নির্দেশে বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা কমিশন গঠন করা হয়। ২০১৩ সালে কওমি সনদের স্বীকৃতি দিতে উদ্যোগ নেয় সরকার। ‘কওমি মাদ্রাসা শিক্ষা আইন-২০১৩’ অনুমোদনের জন্য মন্ত্রিসভার বৈঠকেও ওঠে। তখন স্বীকৃতির বিরোধিতা করে হেফাজতে ইসলামসহ বিভিন্ন ধর্মীয় সংগঠন। পরে সরকার আলেমদের ঐক্যবদ্ধ করে স্বীকৃতি ঘোষণার উদ্যোগ নেয়।

কওমি সনদের স্বীকৃতির বিষয়ে গত ২৮ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ে দেশের ছয়টি কওমি মাদরাসা শিক্ষাবোর্ডের প্রতিনিধিদের নিয়ে একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে কওমি সনদের স্বীকৃতির বিষয়ে সবাই ঐকমত্যে পৌঁছেন। এরপর শুরু হয় সনদের রূপরেখা প্রণয়নের কাজ। সবশেষে আজ আসছে ঘোষণা।