সিলেটবুধবার , ১২ এপ্রিল ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

পান্তা-ইলিশের বদলে মরিচ পোড়া, ডিম ভাজি খান – প্রধানমন্ত্রী

Ruhul Amin
এপ্রিল ১২, ২০১৭ ১১:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট ডেস্ক :

আসন্ন পহেলা বৈশাখে পান্তা-ইলিশের বদলে সব্জি, মরিচ পোড়া ও ডিম ভাজি খাওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর দেশের শীর্ষস্থানীয় মৎস সম্পদ রূপালি ইলিশকে বেড়ে উঠার সুযোগ দিতে দেশবাসির প্রতি অনুরোধ জানান।
সম্প্রতিক ভারত সফর নিয়ে গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এই পরামর্শ দেন। তিনি বলেন, পহেলা বৈশাখে কেউ ইলিশ খাবেন না। ইলিশ ধরবেন না। খিচুড়ি খাবেন, সব্জি খাবেন, মরিচ পোড়া খাবেন, ডিমভাজি খাবেন।
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে গত বছরও পহেলা বৈশাখের আয়োজনে ইলিশ ছিল না। একইভাবে এবারও এই আয়োজন থাকছে না বলে জানা গেছে।
প্রসঙ্গত আগামী ১৪ এপ্রিল, শুক্রবার শুরু হচ্ছে বাংলা পঞ্জিকার নতুন বছর। পহেলা বৈশাখ বাঙালির সার্বজনীন উৎসব হিসেবে পালিত হয়ে আসছে। নগরে বেশ কিছু কাল ধরে এই উৎসবের খাবারের তালিকায় থাকছে পান্তা-ইলিশ। তবে এখন ইলিশের বড় হওয়ার মৌসুম। জাটকা সংরক্ষণের জন্য ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দেশের সব নদীতে ইলিশ ধরা, মজুদ ও পরিবহন নিষিদ্ধ করেছে সরকার।