সিলেটরবিবার , ১৬ এপ্রিল ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে কালবৈশাখীর আঘাত

Ruhul Amin
এপ্রিল ১৬, ২০১৭ ৬:২৬ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

সিলেট নগরীসহ বিভিন্ন উপজেলায় শনিবার রাতে কালবৈশাখী ঝড় আঘাত হানে। শনিবার রাত ৮টার দিকে প্রথমে ঘূর্ণিঝড় ও পরে প্রচুর বৃষ্টিপাত হয়।

দেশ জুড়ে বয়ে চলা তাপ প্রবাহের পর কালবৈশাখীসহ বৃষ্টির আভাস দিয়ে আসছিল আবহাওয়া অধিদফতর।
গত ১০ এপ্রিল থেকে দেশের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। শনিবারও ঢাকাসহ বিভিন্ন স্থানে ছিল তাপপ্রবাহ।

শনিবার বিকেল থেকে তামাত্রা কমতে থাকে। রাত সাড়ে ৮টার দিকে প্রথমে ঘুর্ণিঝড় এবং পরে প্রচুর বৃষ্টিপাতও হয়। নগরীর ব্যবসায়ীরা যখন দোকানপাট বন্ধ করে বাসায় ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন তখনই ঘূর্ণিঝড় এবং বৃষ্টিপাত নামে। এ কারণেই অনেকেই দোকানের মধ্যে কিংবা শপিং মলে আটকা পড়েন। রাত ১০টার পর থেকে বৃষ্টিপাতের মাত্রা কিছুটা লোকজন বাসা-বাড়িতে ফিরতে শুরু করেন।

এদিকে, ঘূর্ণিঝড়ের কারণে অনেক স্থানে বিদ্যুত সংযোগও বিচ্ছিন্ন হয়ে যায়। অবশ্য, রাত ১১টার পর অনেক স্থানে বিদ্যুত সংযোগ স্বাভাবিক হতে থাকে।