সিলেটসোমবার , ১৭ এপ্রিল ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ইলিয়াস আলীর সন্ধান চেয়ে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি

Ruhul Amin
এপ্রিল ১৭, ২০১৭ ৭:০২ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট :

নিখোঁজ হওয়া সিলেট বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জননেতা এম. ইলিয়াস আলীর সন্ধান চেয়ে প্রধানমন্ত্রী বরাবরে সিলেট জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেছে সিলেট জেলা বিএনপি।

সোমবার দুপুর ১২টায় সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি গ্রহন করেন সিলেট এর জেলা প্রশাসক রাহাত আনোয়ার। জননেতা এম ইলিয়াস আলী গুমের ৫ বছর পূর্ণ হওয়ায় ইলিয়াস আলী সহ গুমকৃত সকল নেতাকর্মীদের অক্ষত অবস্থায় পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার দাবীতে ধারাবাহিক কর্মসুচী ঘোষনা করে সিলেট জেলা বিএনপি। কর্মসুচীর অংশ হিসেবে প্রধানমন্ত্রী এই স্মারকলিপি প্রদান করা হয়েছে। এছাড়া জেলা বিএনপির উদ্যোগে আজ মঙ্গলবার বাদ আসর দরগাহে হযরত শাহজালাল (র.) মসজিদ প্রাঙ্গনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি প্রদান কালে উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলা বিএনপির সাবেক আহŸায়ক এডভোকেট নুরুল হক, মহানগর সাধারন সম্পাদক বদরুজ্জামান সেলিম, জেলা সাধারন সম্পাদক আলী আহমদ, জেলা যুগ্ম সম্পাদক এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, বিএনপি নেতা একেএম তারেক কালাম, হাজী শাহাব উদ্দিন, জালাল উদ্দিন চেয়ারম্যান, যুক্তরাজ্য বিএনপি নেতা মুজিবুর রহমান, বিএনপি নেতা লিলু মিয়ার চেয়ারম্যান, এডভোকেট ফয়জুর রহমান জাহেদ, মুফতী নেহাল উদ্দিন, এডভোকেট আতিকুর রহমান সাবু, এডভোকেট আনোয়ার হোসেন, আবুল কাশেম, শামীম আহমদ, জেলা ছাত্রদল সভাপতি সাঈদ আহমদ, বিএনপি নেতা ইলিয়াস আলী মেম্বার, এডভোকেট কামাল হোসেন, ময়নুল হক, এডভোকেট আল আসলাম মুমিন, আল মামুন খান, লায়েছ আহমদ, এডভোকেট মামুন আহমদ রিপন, মকবুল আলী, বদরুল ইসলাম আজাদ, আজির উদ্দিন আহমদ, শাহেদুল ইসলাম বাচ্চু, আব্দুল মান্নান, আব্দুল ওয়াহিদ, চৌ মো; সুহেল, ফখরুল ইসলাম, বুরহান উদ্দিন, ছাত্রদল নেতা লোকামান আহমদ, নেছার আলম শামীম, বেলাল আহমদ, এডভোকেট ফখরুল হক, হাবিবুর রহমান হাবিব, এনামুল হক বাচ্চু, সাঈদুর রহমান সাঈদ, হাজী গোলজার আহমদ, রফিকুল ইসলাম, জঈন উদ্দিন মেম্বার, মনিরুল ইসলাম তুরন, মুহিবুর রহমান, হানুর ইসলাম ইমন, মিজানুর রহমান নেছার, সৈয়দ সারোয়ার রেজা, আলতাফ হোসেন সুমন, সাইফুল ইসলাম, ফখরুল ইসলাম রুমেল, এম. এ মালেক, মকসুদুল করিম নোহেল, আব্দুল মালেক মেম্বার, ফখর উদ্দিন, জমির উদ্দিন, আজাদ মিয়া, দেলোয়ার হোসেন, এডভোকেট তাজ উদ্দিন মাখন, এডভোকেট তাজরিয়ান জামান, এডভোকেট ইসরাফিল আলী, এডভোকেট তানভীর আক্তার খান, এডভোকেট ওবায়দুর রহমান ফাহমী, দিদার ইবনে তাহের লস্কর, আলী আকবর, তৈয়বুর রহমান, খবির উদ্দিন নুনু, সাহাব উদ্দিন সাবু, জামাল আহমদ, কয়েস আহমদ সাগর, সালেক আহমদ, জুয়েল আহমদ, মো: আতিক, আলম আহমদ, ইউনুছ আলী, দুলাল মিয়া, সাহেল আহমদ, রায়হান আহমদ, জাহাঙ্গীর আলম বাবুল, মোবারক হোসেন তুহিন, সোহেল ইবনে রাজা, রাসেল আহমদ, কামরান আহমদ, মাসুম পারভেজ, জহিরুল ইসলাম রাসেল, সুহেদুল ইসলাম সুহেদ, আলী আকবর রাজন, মজনুর রহমান, এডভোকেট মোবারক হোসেন রনি, সাদিকুর রহমান সাদিক, আব্দুল করিম জোনাক, আব্দুল মুহিম, সাবুল আহমদ, সাকিব আল আব্দুল্লাহ, অঞ্জন দাস অঞ্জন, শামসুদ্দিন শুভ, আজহারুল ইসলাম খান সামি, সাদিকুর রহমান সাদিক, পাবেল আহমদ, ফয়জুর রহমান সাজু ও হেলাল আহমদ প্রমুখ।

উল্লেখ্য- ১৭ এপ্রিল সিলেটের কোটি জনতার হৃদয়ের স্পন্দন জননেতা এম. ইলিয়াস আলী গুমের ৫ বছর পুর্ন হয়েছে। কিন্তু আজ অবধি ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের এই অগ্রসেনানীর সন্ধান দিতে সরকার চরমভাবে ব্যার্থ হয়েছে। এছাড়াও এই সরকারের আমলে গুম হয়েছেন সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারন সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ইফতেখার আহমদ দিনার, ছাত্রদল নেতা জুনেদ আহমদ ও এম. ইলিয়াস আলীর গাড়ী চালক আনসার আলী সহ বিপুল সংখ্যক নেতাকর্মী।

স্মারকলিপি তে বলা হয়- সকল নাগরিকের জানমালের নিরপত্তা দেয়া সরকারের কর্তব্য। সুতরাং- সরকার কোনভাবেই এর দায় এড়াতে পারবেনা। আমাদের বিশ্বাস সরকার আন্তরিকভাবে চেষ্টা করলে গুম হওয়া সকল নাগরিকদের তাদের স্বজনদের কাছে ফিরিয়ে দেয়া সম্ভব। অবিলম্বে জননেতা এম ইলিয়াস আলী সহ গুমকৃত নেতাকর্মীদের পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে জোর দাবী জানান তারা।