শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ০৫:০৪ অপরাহ্ন

গাজায় মানবিক বহরের শেষ নৌকাও আটক করল ইসরায়েল

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার শেষ নৌকাটিও আটক করেছে ইসরায়েলি বাহিনী। পোল্যান্ডের পতাকাবাহী “ম্যারিনেট” নামের এ নৌকাটিতে ছয়জন ক্রু ছিলেন। শুক্রবার সকালে ইসরায়েলি সেনারা জোরপূর্বক এতে প্রবেশ করে জাহাজটি জব্দ করে।

একসময়ের ৪৪ জাহাজের শক্তিশালী এই বহরটি যুদ্ধবিধ্বস্ত গাজায় অবরোধ ভাঙার প্রচেষ্টা চালাচ্ছিল। গত কয়েক দিনে ইসরায়েলি নৌবাহিনী ইতোমধ্যেই শত শত কর্মী ও সাংবাদিকসহ বিভিন্ন দেশের নাগরিকদের আটক করেছে। সর্বশেষ হিসাব অনুযায়ী, ৪০টিরও বেশি দেশের অন্তত ৪৬১ জন কর্মী আটক রয়েছেন।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আটককৃতদের মধ্যে চারজন ইতালীয় নাগরিককে ইতোমধ্যেই বহিষ্কার করা হয়েছে এবং বাকিদেরও দ্রুত বহিষ্কারের প্রক্রিয়া চলছে। মন্ত্রণালয়ের দাবি, আটক সবাই “নিরাপদ ও সুস্থ আছেন।”

অন্যদিকে, গ্লোবাল সুমুদ ফ্লোটিলা কমিটি জানিয়েছে, আটককৃত কয়েকজন কর্মী ইতোমধ্যেই অনশন ধর্মঘট শুরু করেছেন।

এ ঘটনায় আন্তর্জাতিক মহলে ব্যাপক নিন্দা শুরু হয়েছে। রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) জানিয়েছে, আটককৃতদের মধ্যে অন্তত ২০ জন বিদেশি সাংবাদিক রয়েছেন। সংস্থাটি একে “তথ্য অধিকার ও সংবাদমাধ্যমের স্বাধীনতার গুরুতর লঙ্ঘন” হিসেবে অভিহিত করেছে।

এছাড়া আটককৃতদের মধ্যে রয়েছেন সুইডিশ পরিবেশ কর্মী গ্রেটা থানবার্গ, বার্সেলোনার সাবেক মেয়র আদা কোলাউ, এবং ইউরোপীয় পার্লামেন্টের সদস্য রিমা হাসানসহ একাধিক প্রভাবশালী ব্যক্তিত্ব।

আন্তর্জাতিক পরিবহন শ্রমিক ফেডারেশনের (আইটিএফ) সাধারণ সম্পাদক স্টিফেন কটন বলেন, আন্তর্জাতিক জলসীমায় মানবিক সহায়তাবাহী জাহাজ আটক করা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। “রাষ্ট্রগুলো কখন আন্তর্জাতিক আইন মানবে আর কখন মানবে না—তা বেছে নিতে পারে না,” তিনি সতর্ক করেন।

বিশ্লেষকরা বলছেন, ফিলিস্তিনি উপত্যকায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার অন্যতম বৃহৎ এ নৌবহর দমন করে ইসরায়েল কেবল মানবিক সংকটকেই গভীরতর করছে না, বরং আন্তর্জাতিক নিন্দার মুখেও পড়ছে।

আন্তর্জাতিক সূত্র

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews