সিলেটরবিবার , ৭ মে ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

৬ স্তরে ৪৩টি সেন্টারে এদারার চূড়ান্ত পরীক্ষা শুরু

Ruhul Amin
মে ৭, ২০১৭ ৭:৩৪ অপরাহ্ণ
Link Copied!

মুহাম্মদ রুহুল আমীন নগরী, সিলেট রিপোর্ট: দেশের প্রাচীনতম কওমী মাদরাসা শিক্ষাবোর্ড ”আযাদ দ্বীনী এদারায়ে তালীম বাংলাদেশ”-এর চূড়ান্ত পরীক্ষা আজ রোববার (৭ মে) থেকে শুরু হয়েছে।  অন্যান্য বছর
বিভাগসহ  ৭টি স্তরে পরীক্ষা অনুষ্ঠিত হলেও এবছর ৬টি স্তরে  ৪৩টি সেন্টারে  প্রায় ৭ হাজার  পরীক্ষার্থী অংশ নিয়েছেন। দাওরায়ে হাদীস (টাইটেল) ক্লাশের পরীক্ষা সম্মিলিত বোর্ডের অধিনে অভিন্ন প্রশ্নে হওয়াতে তাকমিল ফিল হাদীসের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছেনা। তবে এদারা বোর্ডের বিভিন্ন প্রতিষ্ঠানের দাওরায়ে হাদীসের মোট ১০৫০ জন শিক্ষার্থী সম্মিলিত বোর্ডের অধিনে পরীক্ষায় অংশ নিচ্ছেন। তন্মধ্যে মহিলা পরীক্ষার্থী রয়েছেন ১২৭ জন। এদারার ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা আব্দুল বছির সিলেট রিপোর্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।   এবছর কতজন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন এবং কততম পরীক্ষা চলছে ? এমন প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেননি অফিস কর্মকর্তারা।
এদারার রেকর্ড পত্রের মাধ্যমে জানাগেছে, ১৪৩৭ হিজরি (২০১৬ সালে) গতবছরে ৭টি মারহারায় (স্তরে) ৪২টি সেন্টারে সর্বমোট ৪৬০টি মাদরাসার মোট ৮ হাজার ৬শত ২১ জন শিক্ষার্থী ফি দাখিল করেন।  দাওরায়ে হাদীসের মাদরাসা সমুহের সংখ্যা ৪০টি। তাহফিযুল কুরআন মাদরাসার সংখ্যা ১৮৩টি, পরীক্ষাথী ৯৪৭ জন। তন্মধ্যে পরীক্ষায় অংশ গ্রহন করেন ৮৩৬৯ জন। পাসের হার শতকরা ৭৮.৬১%ভাগ।

প্রসঙ্গত,  দারুল ঊলূম দেওবন্দের নিয়ম নীতি ও পাঠ্যক্রম অনুসরণ করে পরিচালিত  এই বোর্ডটির প্রতিষ্ঠাতা
উপমহাদেশের প্রখ্যাত ইসলামী ব্যক্তিত্ব শায়খুল ইসলাম হযরত মাওলানা সৈয়দ হুছাইন আহমদ মাদানী (রঃ) । ১৯২৪ সালে তিনি সিলেটে এক দারুল হাদীস মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। তখন তিনি তদানীন্তন আসাম প্রদেশের ত্রিশটি মাদ্রাসার সমন্বয়ে “আসাম প্রাদেশিক আযাদ দ্বীনি এদারায়ে তালীম” গঠন করেন। পরবর্তীতে তাঁরই নির্দেশে প্রখ্যাত মুহাদ্দিস মাওলানা আব্দুল হক চৌধুরী মুক্তারপুরী ও ডাক্তার মুর্তাজা চৌধুরী (রঃ) এর উদ্যোগে ১৯৪১ সালের ১৬ মার্চ ডাক্তার মুর্তাজা চৌধুরীর জননী মরহুমা হুসনে আরা ভানুর ইছালে ছওয়ার উপলক্ষে তাঁর বাস ভবনে এক সভা অনুষ্ঠিত হয়। মাওলানা ছহুল উসমানী ভাগলপুরী (রঃ) এর সভাপতিতে অনুষ্ঠিত সভায় বিভিন্ন মাদ্রাসার মুহতামীম ও উস্তাদগণসহ বিশিষ্ট আলেমগণ উপস্থিত ছিলেন। এ সভায় মাওলানা আব্দুল হক চৌধুরীকে সভাপতি, তদানীন্তন আসাম প্রদেশের আইন সভার সদস্য মাওলানা ইব্রাহিম চতুলীকে সেক্রেটারী জেনারেল এবং ডাক্তার মুর্তাজা চৌধুরীকে সংগঠক করে নীতির সমর্থক মাদ্রাসা সমূহ থেকে উপযুক্ত সংখ্যক সদস্য গ্রহণে “আযাদ দ্বীনী তালীমী এদারা” নামে দ্বিতীয় পর্যায়ে উক্ত বোর্ড গঠন করা হয়। উল্লেখ্য যে, এ সময় এগারটি মাদ্রাসা নিয়ে এ বোর্ডের কার্যক্রম আরম্ভ হয়। এগুলি হল ঃ (১) রানাপিং মাদ্রাসা (২) বাঘা মাদ্রাসা (৩) রাজাগঞ্জ মাদ্রাসা (৪) রেংগা মাদ্রাসা (৫) বারকুট মাদ্রাসা (৬) হামছাপুরÑরশিদপুর মাদ্রাসা (৭) দারুল উলুম মৌলভী বাজার মাদ্রাসা (৮) রায়পুর মামরকপুর মাদ্রাসা (৯) বাহুবল মাদ্রাসা (১০) সৈয়দপুর মাদ্রাসা (১১) হাসনাবাদ মাদ্রাসা। তখন বোর্ডের সাথে যারা সম্পৃক্ত ছিলেন তারা হলেন যথাক্রমে- (মাদ্রাসা ক্রমানুসারে) শায়খুল হাদীস মাওলানা বশির আহমদ শায়খে বাঘা, মাওলানা হাফিজ আব্দুল করীম শায়খে কৌড়িয়া, মাওলানা আরমান আলী, মাওলানা বদরুল আলম শায়খে রেংগা, মাওলানা আব্দুল লতিফ বারকুটি, মাওলানা মুকাররম আলী রশিদপুরী, মৌলভী কারী আব্দুল হামিদ হামছাপুরী, মাওলানা আব্দুর রাজ্জাক ভানুগাছি, মাওলানা আব্দুন নুর ইন্দেশ্বরী, মাওলানা খলিলুর রহমান, মাওলানা মুজ্জাম্মীল আলী রাজনগরী, মাওলানা উবায়দুল্লাহ কুমিল্লায়ী, মাওলানা হাবীবুর রহমান শায়খে রায়পুরী, মাওলানা আব্দুল হাসিম বাহুবলী, মাওলানা সৈয়দ আব্দুল খালিক শায়খে সৈয়দপুরী, মাওলানা মুজাফফর হাসান হাসনাবাদী (রহঃ) প্রমুখ।
১৯৪৭ সালে দেশ বিভাগের পর এদারার ১ম অধিবেশন রানাপিং মাদ্রাসায় বসে, তারপর ২য় বার মিলিত হন রণকেলী গ্রামে। পরিশেষে দেশ বিভাগের প্রায় ৪ বছর পর ১৯৫১ সন মোতাবেক ১৩৭২ হিজরী ১৭ই মহররম ডাঃ মুজার্তা চৌধুরী হযরত মদনী (র) এর নিকট (দেওবন্দ গমন করে) থেকে শায়খে বর্ণভীত শায়খে বাঘা (র) বরাবরে একখানা পত্র লিখিয়ে আনেন। এ পত্রে মদনী (র) সম্মিলিত শক্তি অর্জনের জন্য এদারার কাজকে বেগবান করার নির্দেশ প্রদান করেন। কর্মবীর ডাক্তার মুর্তাজা চৌধুরীর ঐকান্তিক প্রচেষ্টায় আল্লামা আব্দুল করিম শায়খেকৌড়িয়া, শায়খেরানাপিং ও শায়খে রেংগা প্রমুখের উদ্যোগে মোগলা বাজার (গুরুন্ডা Ñ রেংগা) পূর্ণখলা গ্রামে ১৯৫২ সালে মাওলানা মুকাররম আলী ও মাওলানা সিকন্দর আলী সাহেবের বাড়ীতে সিলেট জেলার কওমী মাদ্রাসা সমূহের উস্তাদ ও বিশিষ্ট আলেম উলামাদের এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শায়খুল হাদীস মাওলানা রিয়াসত আলী (রঃ), সভায় জেলার ৩০ (ত্রিশ)টি মাদ্রাসা ও মক্তবের সমন্বয়ে আবার বোর্ড গঠিত হয়। উক্ত সভায় সর্বসম্মতিক্রমে ক্বাঈদুল উলামা, ছদরে জমিয়ত আল্লামা আব্দুল করিম শায়খে কৌড়িয়া (রঃ)কে সভাপতি নিযুক্ত করা হয়। শায়খুল হাদীস রিয়াছত আলী রানাপিংগীকে সহ সভাপতি এবং ডাক্তার মুর্তাজা চৌধুরীকে সাংগঠনিক সম্পাদক নিযুক্ত করে এদারার কাজ পুনরায় চালু করা হয়। উল্লেখিত ব্যক্তি বর্গ ছাড়াও শহীদ মাওলানা শামসুল ইসলাম শেরপুরী, মাওলানা বশীর উদ্দীন গৌর করনী ও মাওলানা আব্দুল আজিজ (রহঃ) প্রমুখ পরিচালকবৃন্দের প্রচেষ্টায় বোর্ডটি উন্নতির দিতে অগ্রসর হয়।
১৯৭১ সালে সাবেক পূর্ব পাকিস্তান বিশ্ব মানচিত্রে স্বাধীন স্বতন্ত্র দেশ ‘বাংলাদেশ’ নামে পরিণত হওয়ায় ১৯৭২ সনে বোর্ডের নাম পরিবর্তন করে “আযাদ দ্বীনী এদারায়ে তালীম বাংলাদেশ” নামকরণ করা হয়। মাওলানা ফখরুদ্দীন গলমুকাপন তখন সাধারণ সম্পাদক নিযুক্ত হন। ক্বাঈদুল উলামা হযরত মাওলানা আব্দুল করিম শায়খে কৌড়িয়া (রঃ) ছদর নির্বাচিত হওয়ার পর থেকে মৃত্যু (১২ নভেম্বর ২০০১ সাল) পর্যন্ত সভাপতির পদে ছিলেন।  বর্তমানে মাওলানা শায়খ জিয়াউদ্দীন ভারপ্রাপ্ত সভাপতি ও মাওলানা শায়খ আবুল বছীর ভারপ্রপ্ত মহাসচিবের দায়িত্ব পালন করছেন।
সিলেট রিপোর্ট/সু-রুআ,০৭-০৫-২০১৭