সিলেটমঙ্গলবার , ৯ মে ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বিয়ানীবাজারের পৌর মেয়র নৌকার শুকুর

Ruhul Amin
মে ৯, ২০১৭ ৩:১৭ অপরাহ্ণ
Link Copied!

বিয়ানীবাজার সংবাদদাতা:
বিয়ানীবাজার পৌরসভার প্রথম নির্বাচনে মেয়র হিসেবে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মো. আবদুস শুকুর। নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৫০৮২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপিদলীয় প্রার্থী আবু নাসের পিন্টু ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩৮৯২ ভোট।

সোমবার পৌরসভার স্থগিতকৃত একটি কেন্দ্রের ভোট গ্রহণ ও গণনা শেষে এই ফলাফল দাঁড়িয়েছে।

এর আগে, গত ২৫ এপ্রিল নির্বাচনে বিয়ানীবাজার পৌরসভার ৩নং ওয়ার্ড কসবা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট স্থগিত করা হয়। ওই সময় পৌরসভার ১০টি ভোট কেন্দ্রের মধ্যে ৯টির ভোট গ্রহণ কার্যক্রম সম্পন্ন হয়। তাতে বিএনপিদলীয় প্রার্থী আবু নাসের পিন্টু আওয়ামী লীগের প্রার্থী আবদুস শুকুরের চেয়ে ১৫৪ ভোটে এগিয়ে ছিলেন।

তবে সোমবার ৩নং ওয়ার্ডের কসবা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটে পাল্টে গেছে আগের হিসাব। এ কেন্দ্রটি আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিতি। এ কেন্দ্রে মোট ভোটার ছিলেন ৩৩৮৮ জন। তন্মধ্যে ভোট পড়েছে ২০৬৬টি। নৌকা প্রতীকে আবদুস শুকুর পেয়েছেন ১৬১১ ভোট এবং ধানের শীষ প্রতীকে আবু নাসের পিন্টু পেয়েছেন ২৬৭ ভোট।

এছাড়া, স্বতন্ত্র প্রার্থী তফজ্জুল হোসেন এ কেন্দ্রে পেয়েছেন ১৫৮ ভোট। সবমিলিয়ে তার প্রাপ্ত ভোট সংখ্যা ৩৪৬২।