সিলেটশনিবার , ১৩ মে ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

প্রধান বিচারপতিকে মাওলানা ইউসুফির প্রশ্ন-রাষ্ট্রধর্মে আপত্তি কেন?

Ruhul Amin
মে ১৩, ২০১৭ ১১:০১ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী এক বিবৃতিতে বলেছেন, গত বুধবার মাননীয় প্রদান বিচারপতি বৌদ্ধ মন্দিরে প্রদত্ত বক্তব্য আমাদের নজরে এসেছে। তিনি তাঁর বক্তব্যে রাষ্ট্রধর্ম নিয়ে প্রশ্ন উত্থাপন করেছেন। তিনি বলেছেন, রাষ্ট্রের আবার ধর্ম থাকবে কেন? আমি বলতে চাই, প্রায় প্রতিটি দেশেই একাধিক ভাষার লোক বসাবাস করে। আমাদের দেশেও বাংলা ভাষাভাষি ছাড়াও কয়েকটি উপজাতি বাস করে। তাদের প্রায় প্রত্যেকেরই নিজস্ব ভাষা রয়েছে। এতদসত্বেও আমাদের রাষ্ট্রভাষা বাংলা। এভাবে প্রত্যেকেরই নিজস্ব সংস্কৃতি আছে। এটা কেন? সংখ্যাগরিষ্ট জনগোষ্টির ভাষা ও সংস্কৃতির প্রভাব থাকে বলেই এভাবে বলা হয়। বাংলাদেশের সংখ্যা গরিষ্ট জনগোষ্ঠি যার হার নব্বই এর উপরে তাদের ধর্মমতের প্রতি সম্মান দেখিয়ে রাষ্ট্র ধর্ম ইসলাম হওয়ার মধ্যে আপত্তি থাকবে কেন? এতে তো অন্য কোন ধর্মের লোকদের স্ব স্ব ধর্ম-কর্ম পালন করতে বা মর্য্যাদার আসনে অধিষ্টিত হতে বাধা নেই। রাষ্ট্রধর্ম ইসলাম আপনাকে প্রদান বিচারপতির পদ অলংকৃত করতে তো বাধা দেয়নি। মাননীয় প্রধান বিচারপতি বিশ্বের বিভিন্ন দেশে রাষ্ট্র ধর্ম এবং ধর্মের নামে সংগঠন থাকার বিষয়ে অবশ্যই অবগত থাকার কথা, এতদসত্বেও তাঁর এ বক্তব্য আমাদেরকে ভাবিয়ে তুলছে। মাওলানা ইউসুফী বলেন, রাষ্ট্রধর্ম ইসলামের বাংলাদেশে অমুসলিমরা কত নিরাপদ ও আইনী সহায়তা পাচ্ছে এবং ধর্ম নিরপেক্ষ ভারতে মুসলিমরা কত বৈষম্য, অবিচার ও নির্যাতনের শিকার হচ্ছে তা প্রধান বিচারপতির চোখের আড়ালে থাকার কথা নয়। তাই তাঁর বক্তব্যের পিছনে কোনো অনাকাংখিত পরিস্থিতি বিরাজ করছে বলেই আমাদের মনে হয়। এমন পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনে আমরা যেকোনো ত্যাগ শিকার করতে প্রস্তুত।