সিলেটসোমবার , ১৫ মে ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

দক্ষিণ সুরমায় বাস-মাইক্রোবাস-ভ্যানের সংঘর্ষ, আহত ৭

Ruhul Amin
মে ১৫, ২০১৭ ৫:১৭ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: দক্ষিণ সুরমা উপজেলার তাজমহরম এলাকায় বাস, মাইক্রোবাস ও কাভার্ড ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়েছেন। তন্মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার বিকাল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সিলেট থেকে হবিগঞ্জগামী হবিগঞ্জ এক্সপ্রেসের একটি বাস (ঢাকা-ট-১১-১১৬১), সিলেট থেকে ওসমানীনগরগামী প্রাণ কোম্পানির একটি কাভার্ড ভ্যান (ঢাকা-ও-১১-৩৯৭০) এবং সিলেটগামী একটি মাইক্রোবাসের (ঢাকা-চ-১৪-১৪৬৪) মধ্যে দক্ষিণ সুরমার তাজমহরম এলাকায় ত্রিমুখী সংঘর্ষ হয়। এসময় ৭ জন আহত হন। তন্মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
এদিকে, স্থানীয় একটি সূত্র জানিয়েছে, আহতের সংখ্যা আরো বেশি হতে পারে।
দুর্ঘটনায় মাইক্রোবাস ও বাসের সামনের অংশ ধুমড়েমুচড়ে যায়। মাইক্রোবাসটি সড়ক থেকে ছিটকে গিয়ে পার্শ্বস্থ জমিতে পড়ে। অন্যদিকে বাসটি অল্পের জন্য পাশের খালে পড়া থেকে রক্ষা পায়।
দক্ষিণ সুরমা থানার ওসি হারুন-অর-রশীদ বলেন, আহতদের উদ্ধার করে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তন্মধ্যে দুজনের অবস্থা গুরুতর।