সিলেটসোমবার , ১৫ মে ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

কুদরত উল্লাহ জামে মসজিদে কুরআন শিখার সুযোগ

Ruhul Amin
মে ১৫, ২০১৭ ১১:৪১ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট:

বিশুদ্ধ কুরআন তেলাওয়াত একটি সর্বজনীন ইবাদত। বাংলাদেশের প্রেক্ষাপটে অশুদ্ধ তিলাওয়াত প্রচলন একটি দুরারোগ্য ব্যাধি। এই কঠিন ব্যাধি থেকে দেশের মুসলিম সমাজ কে উত্তরনের লক্ষ্যে তা‘লীমুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ সিলেট মহানগরের উদ্যোগে আনজুমানে খেদমতে কুরআনের ব্যবস্থপনায় প্রতি বছরের ন্যায় এবারও আরও আকর্ষনীয় সহজ পদ্ধতিতে পবিত্র রমাদ্বান মাসব্যাপি কুরআন প্রশিক্ষণ কোর্স।সিলেট বন্দর বাজার জামে মসজিদের (দ্বিতীয় তলায়) মাত্র ১৫ দিনে ১৫ ঘন্টায় কুরআন শিক্ষার সুবর্ণ সুযোগ।

১লা রমাদ্বান থেকে প্রতিদিন বাদ যোহর (দুপুর ২ টা থেকে ৩টা ) ব্যবসায়ী, চাকুরিজীবি, পেশাজীবি, আইনজীবি, সাংবাদিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, হাফিজে কুরআন, ইমাম, মুয়াজ্জিন, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক সহ শিক্ষিত-অশিক্ষিত ধর্মপ্রাণ মুসলমানদের জন্য ১ ঘন্টা সময়ের একটি কর্মসূচী গ্রহণ করা হয়। আসুন কুরআন নাজিলের মাসে যারা হরুফ চিনেন না, ভুলে গেছেন, যাদের তিলাওয়াত সহীহ্ হয় না অথবা মাদ্রাসা, মক্তব, গৃহ শিক্ষকদের মধ্যেই সল্প সময় কুরআন শিখানোর সুন্দর কৌশল জানা নাই,তাদের জন্য কুরআন শিক্ষার এ অপূর্ব সুযোগ। পবিত্র কুরআন বিশুদ্ধভাবে তিলাওয়াত করলে যেমন অফুরন্ত সওয়াবের আশা করা যায় তদ্রুপ ভুল করলে গুনাহের আশংকা থাকে। নামাজ ভঙ্গের প্রধান কারণ হচ্ছে অশুদ্ধ তিলাওয়াত। আল কুরআনকে ভালবাসেন, আল-কুরআনের সঙ্গী হন, আল-কুরআনের শিক্ষা প্রসারে এগিয়ে আসুন, আল-কুরআন প্রশিক্ষনে অংশগ্রহণ করার জন্য আহবান করছেন তা‘লীমুল কুরআন ফাউন্ডেশনের সিলেট মহানগরের সভাপতি হাফিজ মাওলানা মিফতাহুদ্দীন এবং তা‘লীমুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের প্যানেল উস্তাজ, সিলেট মহানগরের মুয়াল্লিম ও সেক্রেটারি ক্বারী আবদুল বাছেত (মিলন), যোগাযোগ : সভাপতি-০১৭১২-৮৫২৪৪৯ এবং প্রশিক্ষক – ০১৭১১-৩০১১৬২ ।