সিলেটশুক্রবার , ১৯ মে ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জীর ভক্ত-অনুসারীদের কঠোর হুশিয়ারী

Ruhul Amin
মে ১৯, ২০১৭ ১০:০৫ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: আমীরে হেফাজত আল্লামা শাহ আহমদ শফীর একান্তভাজন, শায়খুল হাদীস আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জীর বিরুদ্বে কয়েকটি ওয়েব সাইট ও ফেসবুকে অপ্রচারের তীব্র নিন্দা জানিয়েছেন সিলেটের আলেম,উলামাগন। শুক্রবার (১৯ মে) সিলেটে পৃথক পৃথক বিভিন্ন মসজিদের ইমাম-খতীব,মাদরাসার ছাত্র-শিক্ষকও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বলেন,একজন বিশ্ববরেন্য সম্মানিত হক্কানী আলেমের বিরুদ্ধে কোন রকম অপপ্রচার কিছুতেই মেনে নেয়া যায়না।তারা জামেয়া আরাবিয়া উমেদ নগরের বিরুদ্ধ পরিকল্পিত ষড়যন্ত্র বন্ধ না করলে কঠোর ব্যবস্থা নেয়ার হুশিয়ারী উচ্চারন করেন।সভায় সর্বসম্মতিক্রমে ৩টি ওয়েব সাইট যথাক্রমে কমাশিসা,কওমী কন্ঠ ও আওয়ার ইসলাম নামের অনিবন্ধিত অনলাইন পোর্টালে আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী ও তার পরিচালিত মাদরাসার বিরুদ্ধে মিথ্যা-ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়। একই সাথে যারা ফেসবুকে বিশ্ববরেন্য এই আলেমের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে জনগনকে বিভ্রান্ত করেছেন তাদের আগামী ২৪ ঘন্টার মধ্যে অপপ্রচার বন্ধ করে সংবাদ প্রত্যাহারের দাবী জানানো হয়।অন্যথায় প্রচলিত আইনে তাদের ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে বলেও কঠোর হুশিয়ারী উচ্চারন করা হয়।একই সাথে চিন্হিত এসব ফেৎনাবাজদের সম্পর্কে সকল মহলকে  সজাগ দৃষ্টি রাখার আহবান জানানো হয়।

হবিগঞ্জী ভক্ত পরিষদের সভা: শুক্রবার বাদ মাগরিব সিলেট বন্দরবাজারস্থ আল ফালাহ টাওয়ারে শায়খুল হাদীস আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জীর ছাত্র,ভক্ত-অনুরক্তদের এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অধ্যক্ষ হাফিজ আব্দুর রহমান সিদ্দিকী। মাওলানা গোলাম আম্বিয়া কয়েসের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, মাওলানা আলীনুর,মুফতি শামসুল ইসলাম, হাফিজ মাওলানা আব্দুস সামাদ, মাওলানা সদরুল আমীন,মাওলানা রুহুল আমীন নগরী, মাওলানা সালেহ আহমদ শাহবাগী, মাওলানা আশিকুর রহমান,মাওলানা কবির আহমদ,  হাফিজ আব্দুল করিম দিলদার, মাওলানা আহমদুল হক, মাওলানা ফখরুল ইসলাম চৌধুরী, ক্বারী শহিদ আহমদ, হাফিজ আব্দুল করিম হেলালী,হাফিজ মাহদী হাসান মিনহাজ্, মাওলানা আরীফ রব্বানী, এডভোকেট রেজাউল হক, রশিদ আহমদ শিবলু প্রমুখ।

বিভিন্ন প্রতিষ্টান নেতৃবৃন্দের বৈঠক : এদিকে,শুক্রবার বাদ আসর  নগরীর মাদানী সিটিতে হাফিজ মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন,শামিমা বাদ মাদরাসার পরিচালক মাওলানা সৈয়দ শামিম আহমদ,জামেয়া আমিনিয়া মংলিপার মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান, জামিয়া দারুল কুরআন সিলেটের সিনিয়র শিক্ষক মাওলানা আলীনূর,, জামেয়া দারুল উলূম সিলেট এর পরিচালক মাওঃ আব্দুল মালিক চৌধুরী,ইসলামিক রিচার্স সেন্টার সিলেটের পরিচালক মুফতি শামসুল ইসলাম,নাজাতুল উম্মমাাহ মহিলা মাদরাসার পরিচালক মাওলানা তোফায়েল আহমদ উসমানী, মাদ্রাসায়ে খালিদ বিন ওয়ালিদ এর পরিচালক,মাওলানা আবুবকর সরকার,ছাত্রনেতা এম বিলাল আহমদ চৌধুরী ছাত্রনেতা ফুজায়েল আহমেদ রেজাউল হক্ব এল এল বি, নুরুল আমীন, মাওলানা ফয়েজ আহমদ, হাফিজ মিনহাজ, ছাত্র নেতা ক্বারী শহীদ আহমেদ কায়সান মাহমুদ, সালমান আহমেদ, আবু মারজান নোমানী, শাব্বির আহমদ প্রমূখ। সভায় বক্তারা অপপ্রচার কারিদের উদ্দেশ্যে বলেন,মায়ের চেয়ে মাষির দরদ বেশি দেখানোর চেষ্ঠা করবেননা। দেশে বিদেশে হবিগঞ্জী হুজুরে লক্ষ লক্ষ ভক্ত মুরিদান রয়েছেন,লক্ষ লক্ষ ছাত্র রয়েছেন,মুহাদ্দিছিন রয়েছেন,তাই আপনাদের অপপ্রচারে হুজুরের বিন্ধু পরিমাণ কিছু করতে পরবেনা।এসব বন্ধ করুন না হয় পরিনতি ভাল হবেনা।