সিলেটবৃহস্পতিবার , ১ জুন ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

আল খলীল কুরআন শিক্ষাবোর্ড’র সেন্টার ৭১৪টি

Ruhul Amin
জুন ১, ২০১৭ ৪:১০ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: পবিত্র রমজানব্যাপী বিশুদ্ধ কুরআন শিক্ষাকে সারা দেশে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে বিগত বছরগুলোর ধারাবাহিক সফলতায় এবারো আল খলীল কুরআন শিক্ষাবোর্ড বাংলাদেশ সারা দেশের প্রায় ৭১৪টি  সেন্টারে পবিত্র কুরআন প্রশিক্ষণ কোর্স পরিচালনা করছে।
আল খলীলের ফারেগীন প্রায় সহস্রাধিক ক্বারী-ক্বারীয়াদের মাধ্যমে সিলেট বিভাগসহ দেশের  প্রত্যেকটি জেলাতে ছড়িয়ে থাকা আল খলীলের কেন্দ্রসমূহে কুরআন প্রশিক্ষণ পরিচালনা করা হবে। ২২ ও ২৩ মে দুদিন ব্যাপী আল খলীলের প্রধান কেন্দ্র জামিয়া লুৎফিয়া বরুণা মাদ্রাসায় শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। । উক্ত কর্মশালায় প্রায় পাঁচ সহস্রাধিক প্রশিক্ষণার্থী ডেলিগেট অংশ গ্রহন করেন।
 আমীরে আনজুমানে হেফাজতে ইসলাম, জামিয়া বরুণার মোহতারাম সদরে মোহতামিম, আল খলীল কুরআন শিক্ষাবোর্ড বাংলাদেশ এর সম্মানিত উপদেষ্টা, শায়খুল হাদিস হযরতুল আল্লাম শায়খ খলীলুর রহমান হামিদীর উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়।
 উদ্বোধনী সভায় এছাড়াও উপস্থিত ছিলেন- আল খলীল কুরআন শিক্ষাবোর্ড এর সহ সভাপতি, বরুণা মাদ্রাসার শিক্ষা সচিব হযরত মাও. রশিদ আহমদ হামিদী, সহ সভাপতি মাও.সাইফুর রহমান সাহেব, বোর্ডের মোহতারাম সম্পাদক ক্বারী মাও. হিলাল আহমদ সিলেটী, বোর্ডের প্রশিক্ষণ সম্পাদক হা. মাও. শফিউল আলম সাহেব,মুফতি হিফজুর রহমান ফুয়াদ, মাও. শামসুল ইসলাম বিরাহিমাবাদী মাও. আব্দুল গফুর, মাও. নিয়ামতুল্লাহ, মাও. মিসবাহুদ্দিন জুবায়ের, মাও. মন্জুর আশরাফী, মাও. আনহারুদ্দিন প্রমুখ। উক্ত প্রশিক্ষণ আগামীকাল পর্যন্ত চলবে বলে বোর্ডের সম্পাদক জানিয়েছেন। এতে ধারাবাহিক ভাবে প্রশিক্ষণ প্রদান করবেন মাও. শাহ নজরুল ইসলাম, ক্বারী মাও. আবুল বাশার সাহেব, ক্বারী মাও. আব্দুন নুর আনওয়ারী, মাও. হিলাল আহমদ সিলেটী প্রমূখ।