সিলেটশুক্রবার , ২ জুন ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

রোজা রাখেননি অর্থমন্ত্রী আবুল মাল !

Ruhul Amin
জুন ২, ২০১৭ ৫:০৮ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: জাতীয় সংসদে গতকাল (১লা জুন) ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।এটি দেশের ৪৬তম বাজেট। আওয়ামী লীগ সরকারের ১৭তম এবং এই অর্থমন্ত্রীর ১১তম বাজেট প্রস্তাব। ২০১৭-১৮ অর্থবছরের জন্য ৪ লাখ ২৬৬ কোটি টাকার বাজেট ব্যয় ধরা হয়েছে। বিনিয়োগ বাড়িয়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে নতুন বাজেটে বেশি ব্যয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এজন্য বিশাল এই বাজেটে ঘাটতি ৫ শতাংশ ছাড়িয়ে যাবে, যা টাকার অঙ্কে ১ লাখ ১২ হাজার ২৬৬ কোটি টাকা।
তবে গতকাল দিন থেকে বাজেটের তুলনায় অর্থমন্ত্রীর ব্যক্তিগত ধর্মপালন বিষয়ে নানা কথা শুনা যাচ্ছে। এনিয়ে সামাজিক জনপ্রিয় যোগাযোগ মাধ্যম ফেসবুকে তুমুল ঝড়উঠেছে। বিষয়টি হলো পবিত্র রমজান মাসে দিনের বেলায় প্রকাশে (জাতীয় সংসদে) অর্থমন্ত্রীর পানি পান করা নিয়ে। অর্থমন্ত্রীর টেবিলের উপর পানির বুতলটি দৃশ্যমানই ছিলো। অনেকেই বলছেন, বাজেট বক্তৃতাকালে মন্ত্রী মাঝে মধ্যে একটু আডটু পানি পান করেছেন!

বাংলাদেশের আধ্যাত্মকি রাজধানী বলে পরিচিত ও মর্যাদাপুর্ন সিলেট-১ আসন তথা শাহজালাল-শাহপরান রহ.এর আসনের সংসদ সদস্য হয়েও পবিত্র রমজান মাসে দিনের বেলায় অর্থমন্ত্রী কী ভাবে পানি পান করলেন?  এ নিয়ে নানাজনে নানা প্রশ্ন তুলেছেন। জনৈক ফুযায়েল আহমদ তার ফেসবুক স্ট্যাটাসে বলেন: ”সিলেট-১ আসন তথা শাহজালাল-শাহপরান রহ.এর আসনের সংসদ সদস্য হয়েও গতকাল জাতীয় সংসদে বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী মিঃ আবুল মাল সাহেব প্রকাশ্য দিনের বেলা (টেলিভিশনে সরাসরি দেখা গেছে) পানি পান করে ইসলাম ও রোজাকে নিয়ে তামাশা করেছেন। তাই সিলেটের আলেম সমাজ এই মিঃ আবুল মাল সাহেবের ব্যপারে কোন প্রদক্ষেপ নিবেন কি।”
এইপোষ্টের জবাবে অনেকেই কমেন্ট করেছেন। তার কয়েকটি হুবহু সিলেট রিপোর্ট-এর পাঠকদের সামনে তুলে ধরা হলো:

 

H Abdus Shahid
H Abdus Shahid এই সাহেব কে আর কি করবো ভাই এরা একটায় এক এক দিন একটা করে থাকে আর কি করবো এদের কে??
জমিয়তের সৈনিক ইমরান মাজহারী
জমিয়তের সৈনিক ইমরান মাজহারী আগামী নির্বাচনে জনগন করে দেখাবা
 
H Abdus Shahid
H Abdus Shahid আল্লাহুম্মাহদি কাবাইরো হুম ফাইন্নাহুম লা’ এয়া লামুন।
Md Ashraf
Md Ashraf এই মালের ভাষায় 
মোনাফিক সরদার 
কে স্পষ্ট ভাষা আরও দেখুন

 

সাখাওয়াত শিকদার
সাখাওয়াত শিকদার সিলেট শাহী ঈদগাহ মাঠে কান ধরানোর ব্যবস্থা নিতে হবে।

 

Mahbub Husain
Mahbub Husain কমপক্ষে এখন 1 টা প্রতিবাদ করেন।আর ঈদের দিন শাহী ঈদগাহে বয়কট করা হোক।

 

আহমেদ সাইদ
আহমেদ সাইদ আমার মনে হয়েছে ওনার উপর রোজা ফরজ হয়নাই

 

Md Ashraf
Md Ashraf ক্ষমতার কিযে পাওয়ার , 
মাল দেখাইতেছে এবার । আরও দেখুন

 

আহমেদ হুসাইন
আহমেদ হুসাইন মাসে মাঝে মাঝে রোযা না রাকার অনুমতি মনে হয় পাইছে।

 

এইচ এম আব্দুস সালাম
এইচ এম আব্দুস সালাম লিডার মাওলানা মোস্তাক আহমদ খানঁ সাহেব ও মাওলানা আব্দুল করিম সাহেবের কাছে বিচার দেওয়া দরকার

 

মোঃ জাকারিয়া
মোঃ জাকারিয়া ক্ষমতার দাপট অার কত,,,,, অাল্লাহর ফরজ বিধানের সঙ্গে বেটাগিরী।

 

Mizanur Rahman
Mizanur Rahman মাসিক চলছে নাকি?

 

Md Kutbul Alom Raju
Md Kutbul Alom Raju ঈদের দিন ঈদের নামাযের পর শাহী ঈদগাহে প্রকাশ্ব দ্বিবালকে মালকে কংকট নিক্কেপ করা হউক।

 

Abdullah Mahfuz
Abdullah Mahfuz যারা ঈদের নামাজকে জানাযার নামাজ বলে তাদের দলের লোক বলে কথা ভাই!

 

Ruhul Amin Nagry
উত্তর লিখুন…
 
 
M Salah Uddin
M Salah Uddin নতুন নেতারা লড়া দেন?

 

L Rahman Numan
L Rahman Numan ধিক্কার

 

Ahmad Khubaib
Ahmad Khubaib ভাই ভিডিও কিভাবে দেখব

 

Abdullah Mahfuz
Abdullah Mahfuz বাজেট বলে কথা! গলার পানি ফুরাতে পারে।

 

Mahbub Alam Khan
Mahbub Alam Khan এটাই এখনকার দুনিয়ালোভী নেতাদের চরিত্র। অথচ ঈদের আনন্দ ও সাধারণ মানুষকে শুভেচ্ছা জানাতে তারা বিশাল অনুষ্ঠানের আয়োজন করবে।

 

Ruhul Amin Nagry

উত্তর লিখুন…
 
 
 
আবু মারজান নোমানী
আবু মারজান নোমানী মাল, 
সে তো অনেক বড় মাপের আবাল, আরও দেখুন

 

Ali Noor
Ali Noor আল্লাহ তায়ালা বিচারাকে হিদায়াত দান করুক।

 

Ilias Ahmed
Ilias Ahmed ছি: ধীক্কার :

 

শাব্বির বিন আব্দুল হান্নান
শাব্বির বিন আব্দুল হান্নান মিষ্টি নেতাদের অপেক্ষায়……

 

Hafiz Moynuddin
Hafiz Moynuddin আল্লাহ বিচার করবেন

 

Mn Afsar
Mn Afsar শেস ভাল যার সব ভাল তার যা নিনা মালের কপালে কি আসে

 

Muhi Uddin Masum
Muhi Uddin Masum উনার হয়তো মাসিক ছিল,,,,,

 

আহমদ ফুযায়েল
আহমদ ফুযায়েল মাসিক নয়, বার্ষিক ছিলো।

 

Ruhul Amin Nagry
উত্তর লিখুন…
 
 
Ruhul Amin Nagry

উত্তর লিখুন…
 
 
Rejwoan Ahmed
Rejwoan Ahmed ওরাই তো চেতনার ফেরীওয়ালা

 

Mosahid Hidori
Mosahid Hidori উফফ ধিক্কার জানাই আল্লাহ ওদের হেদায়ত করুন

 

Rejaul Korim Farhad
Rejaul Korim Farhad এই মুসলমান নামি নাসতিক দের কে কি করা জায়

 

আব্দুর রাজ্জাক রাজিক
আব্দুর রাজ্জাক রাজিক ভাই সম্ভব থাকলে এদেরকে রাস্তায় উলঙ্গ করে সবার সামনে গুলি করে মারা উচিৎ।

 

Ruhul Amin Nagry
উত্তর লিখুন…
 
 
Babor Kabir
Babor Kabir উনি তো মুসাফির ছিলেন।

 

Enamul Islam
Enamul Islam উনিতো শায়খে ফানি মনেহয়।

 

হুছাইন আহমদ রিপন
হুছাইন আহমদ রিপন সম্ভবত উনি মুসাফির ছিলেন।

 

আব্দুর রাজ্জাক রাজিক
আব্দুর রাজ্জাক রাজিক মুসাফির হলে রোজা কি ভঙ্গ করা জায়েজ

 

Ismail Hussan Shalim
Ismail Hussan Shalim তিনির মত বয়স্ক নেতা প্রকাশ্য দিবালোকে পানি পান করা ঠিক নয়,জানিনা তিনি রোযা রাখেন কিনা তিনির এই আচরনে সন্দেহ হচ্ছে, অতচ ঈদের দিনে সিলেটের শাহী ঈদগাহ ময়দানে সবার আগের কাতারে তিনির স্হান হবে দয়া করে সেই দিন যাহারা তিনির সাথে যে কোন স্হানে ঈদের নামাষ অাদায় করবেন মুসলমাম এবং রোয়াদার হিসাবে প্রতিবাদ টুকু করে আপনার ইমান আক্বিদাকে ঠিকিয়ে রাখবেন।