সিলেটমঙ্গলবার , ৬ জুন ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

কদমতলী বাস টার্মিনালে শ্রমিকলীগ ও পরিবহন শ্রমিকদের মধ্যে সংঘর্ষ

Ruhul Amin
জুন ৬, ২০১৭ ১:৫১ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট:  দক্ষিণ সুরমার কদমতলী বাস টার্মিনালে অফিস উদ্বোধন নিয়ে জাতীয় শ্রমিক লীগ ও পরিবহন শ্রমিকদের মধ্যে সংঘর্ষ ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১০জন আহত হয়েছেন। সংঘর্ষ নিয়ে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য পাওয়া গেছে। সোমবার বেলা পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনা নিয়ে সিলেট জেলা শ্রমিক লীগের সভাপতি ও মহানগর শাখার আহবায়ক প্রকৌশলী এজাজুল হক এজাজ এবং জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক পরষ্পরকে দোষারোপ করেছেন।
প্রকৌশলী এজাজুল হক এজাজ জানান, বাস টার্মিনাল কর্তৃপক্ষ টার্মিনালের ভেতরে দক্ষিণ সুরমা উপজেলা শ্রমিক লীগ এবং নগরীর ২৫, ২৬ ও ২৭নং ওয়ার্ড শ্রমিক লীগকে বসার জন্য একটি কক্ষ দেন। জোহরের নামাজের পর কার্যালয় উদ্বোধন করতে জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি আবদুস সাত্তার, আজিজুর রহমান, মহানগর শাখার যুগ্ম আহবায়ক জাকারিয়া আহমদ টিপুসহ নেতাকর্মী নিয়ে তিনি সেখানে গেলে প্রতিপক্ষের লোকজন অতর্কিতভাবে রড, লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে এসে তাদের উপর হামলা চালায়। অনুষ্ঠানের ব্যানার ও অফিস ভাংচুর করে। হামলায় শ্রমিক লীগের প্রায় ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। এর মধ্যে মনসুর আহমদ নামের একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক জানান, বাস টার্মিনাল পরিবহন মালিক শ্রমিকদের স্থান। এখানে শ্রমিক লীগের বসা নিয়ে প্রশ্ন তুলেন তিনি। প্রকৌশলী এজাজুল হক এজাজ টার্মিনাল দখল করতে এসেছিলেন বলে তার অভিযোগ।
দক্ষিণ সুরমা থানার ওসি হারুনুর রশিদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রণে আনে। এতে ২/৩ জন আহত হয়েছে বলে জানান তিনি।
সিলেটের সকাল রিপোর্ট ॥ দক্ষিণ সুরমার কদমতলী বাস টার্মিনালে অফিস উদ্বোধন নিয়ে জাতীয় শ্রমিক লীগ ও পরিবহন শ্রমিকদের মধ্যে সংঘর্ষ ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১০জন আহত হয়েছেন। সংঘর্ষ নিয়ে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য পাওয়া গেছে। সোমবার বেলা পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনা নিয়ে সিলেট জেলা শ্রমিক লীগের সভাপতি ও মহানগর শাখার আহবায়ক প্রকৌশলী এজাজুল হক এজাজ এবং জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক পরষ্পরকে দোষারোপ করেছেন।
প্রকৌশলী এজাজুল হক এজাজ জানান, বাস টার্মিনাল কর্তৃপক্ষ টার্মিনালের ভেতরে দক্ষিণ সুরমা উপজেলা শ্রমিক লীগ এবং নগরীর ২৫, ২৬ ও ২৭নং ওয়ার্ড শ্রমিক লীগকে বসার জন্য একটি কক্ষ দেন। জোহরের নামাজের পর কার্যালয় উদ্বোধন করতে জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি আবদুস সাত্তার, আজিজুর রহমান, মহানগর শাখার যুগ্ম আহবায়ক জাকারিয়া আহমদ টিপুসহ নেতাকর্মী নিয়ে তিনি সেখানে গেলে প্রতিপক্ষের লোকজন অতর্কিতভাবে রড, লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে এসে তাদের উপর হামলা চালায়। অনুষ্ঠানের ব্যানার ও অফিস ভাংচুর করে। হামলায় শ্রমিক লীগের প্রায় ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। এর মধ্যে মনসুর আহমদ নামের একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক জানান, বাস টার্মিনাল পরিবহন মালিক শ্রমিকদের স্থান। এখানে শ্রমিক লীগের বসা নিয়ে প্রশ্ন তুলেন তিনি। প্রকৌশলী এজাজুল হক এজাজ টার্মিনাল দখল করতে এসেছিলেন বলে তার অভিযোগ।
দক্ষিণ সুরমা থানার ওসি হারুনুর রশিদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রণে আনে। এতে ২/৩ জন আহত হয়েছে বলে জানান তিনি।