সিলেটবৃহস্পতিবার , ২৯ জুন ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

দ: কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ জারি

Ruhul Amin
জুন ২৯, ২০১৭ ৪:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট :
উত্তর কোরিয়ার সরকার বলেছে, দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট পার্ক জিউন-হাই এবং তার গোয়েন্দা প্রধানের বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ জারি করা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট কিম জং-উনকে হত্যা ষড়যন্ত্রের দায়ে জারি করা হয় এ আদেশ। উভয়কে পিয়ংইয়ংয়ের হাতে তুলে দেয়ার জন্য সিউলের প্রতি আহ্বানও জানানো হয়েছে।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি(কেসিএনএ) আজ বৃহস্পতিবার এ কথা জানিয়েছে।

এতে বলা হয়েছে, উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনকে হত্যা ষড়যন্ত্রের বিষয়টি প্রকাশিত হয়েছে। আর এ পরিপ্রেক্ষিতে পার্ক ও তার গোয়েন্দা প্রধান লি বাইউং-হো’র বিরুদ্ধে প্রাণদণ্ডাদেশ দেয়া হচ্ছে।

অবশ্য হত্যা ষড়যন্ত্রের খবর কোথা থেকে ফাঁস হয়েছে সে বিষয়ে কিছু বলেনি কেসিএনএ।চলতি সপ্তাহে জাপানের একটি সংবাদপত্রের খবরে দাবি করা হয়েছিল, ২০১৫ সালে উত্তর কোরিয়ার নেতা কিমকে উৎখাতের পরিকল্পনা করেছিল পার্ক।

দুনীতি কেলেঙ্কারির দায়ে চলতি বছরের মার্চে ক্ষমতাচ্যুত হন পার্ক। তিনি আটক রয়েছেন এবং তার বিচার চলছে।

এদিকে দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা এনআইএস দেশটির নাগরিকদের বিরুদ্ধে হুমকিকে ক্ষমতা অযোগ্য বলে অভিহিত করেছে।এছাড়া, কিম হত্যা ষড়যন্ত্র সংক্রান্ত খবরের কোনো ভিত্তি নেই বলেও দাবি করেছে।