সিলেটমঙ্গলবার , ৪ জুলাই ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সিলেটের বন্যার্তদের জন্য ত্রাণমন্ত্রীর ঘোষণা

Ruhul Amin
জুলাই ৪, ২০১৭ ৮:৩৫ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট:
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ‘বন্যার পানি না নামা পর্যন্ত বন্যাদুর্গত মানুষদের সবধরনের সহায়তা করবে সরকার।’
মঙ্গলবার দুপুরে সিলেটের ফেঞ্চুগঞ্জের মাইজগাঁওয়ে বন্যাদুর্গত মানুষদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণকালে এমন মন্তব্য করেন মন্ত্রী।
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘যারা আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন, তারা নিজ ঘরে ফিরে না যাওয়া পর্যন্ত সহায়তা দিয়ে যাওয়া হবে। এছাড়া যাদের ঘর নাই বা গৃহহীন হয়ে পড়েছেন, তাদের ঘর নির্মাণ করে দেওয়া হবে।’
প্রধানমন্ত্রীর নির্দেশের কথা উল্লেখ করে মন্ত্রী মায়া বলেন, ‘কোনো মানুষই যেন গৃহহীন না থাকে। যার ঘর দরকার, তাকে ঘর দেওয়া হবে। যার খাওয়া দরকার, তাকে খাদ্য দেওয়া হবে।’
এ সময় অন্যান্যের মধ্যে দুযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ্ কামাল, যুগ্ম সচিব মোহাম্মদ মহসিন, সিলেট-৩ আসনের সাংসদ মাহমুদ-উস-সামাদ চৌধুরী কয়েস, সিলেটের জেলা প্রশাসক রাহাত আনোয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক শহিদুল ইসলাম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।