সিলেটবৃহস্পতিবার , ৬ জুলাই ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

গোয়াইনঘাটের আনন্দ খালের ‘আনন্দহীন’ কান্না, শোনার কেউ নেই!

Ruhul Amin
জুলাই ৬, ২০১৭ ২:১০ অপরাহ্ণ
Link Copied!

দেলওয়ার হুসাইন ইমরান,সিলেট রিপোর্ট:
নদী নয় ছোট্ট একটি খাল, এই হল আনন্দ খাল। শুস্ক মৌসুমে শুকিয়ে যায়। কিন্তু এই খালের উপর ব্রীজ না থাকায় যোগাযোগ বঞ্চিত ১১ গ্রামের বিপুল জনগোষ্ঠী। আনন্দ খালের উপর ব্রীজ না থাকায় পায়ে হেটে চলাচল করতে হয় প্রায় ২০ হাজার মানুষকে। মাদরাসা, স্কুল, কলেজের শিক্ষার্থীরা প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হচ্ছেন। প্রতিটি নির্বাচনে জনপ্রতিনিধিরা ব্রীজ নির্মাণের প্রতিশ্রুতি দিলেও নির্বাচনের পর ভূলে যান। গোয়াইনঘাট উপজেলার ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের অন্তর্গত সাতবাক-লুনী গ্রামের মধ্যেদিয়ে বয়ে যাওয়া মরা পিয়াইনের ছোট্ট একটি শাখা হল আনন্দ খাল। এই খালের পশ্চিম পারে সাতবাক, কালিজুরী, উত্তর ও দক্ষিণ প্রতাপপুর, কোনাগ্রাম, ভেড়াবিল, উত্তর ও দক্ষিণ লাঠি, ডালারপার, দ্বারিখেল, লাবু সহ ১১টি গ্রামের মানুষ যেন কোন এক দ্বীপের বাসিন্দা। খালের পূর্ব পারেই জাফলং চা বাগান-রাধানগর পাকা রাস্তা। কিন্তু ঐ এলাকার জনসাধারণ ঐ রাস্তায় উঠার প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছে আনন্দ খাল। এলাকার লোকজন সেই ৯৬ সাল থেকে আনন্দ খালের ব্রীজসহ জাফলং-হাদারপার রাস্তা নির্মাণের আশ্বাস শুনে আসছেন। আনন্দ খালে ব্রীজ সহ জাফলং-হাদারপার রাস্তা হবে বলে ২০০১ সালে স্থানীয় সাংসদ দিলদার হোসেন সেলিম নির্বাচনী বৈতরণী পার করেন। তিনি নির্বাচিত হলেও কাজের কাজ কিছুই হয়নি। ২০০৮ সালের নির্বাচনের পর তিনি কালিজুরী পিরের বাজারে একটি সভায় বলেছিলেন, জাফলং-হাদারপার রাস্তার কাজের ব্যাপারে আমি সবকিছু রেডি করে রেখেছি, কাজ দ্রুত হবে তবে আমার নাম থাকবেনা, যেহেতু আমি এখন এমপি না। তার বক্তব্যের ৯বছর অতিবাহিত হয়ে গেল আজ পর্যন্ত জাফলং-হাদারপার রাস্তা হওয়া তো দূরের কথা আনন্দ খালের ব্রীজটাই এখনও হয়নি। স্বাধীনতার চার দশক পেরিয়ে গেলেও জনগনের সেই আশা পূরণ হয়নি। কালিজুরী পিরের বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী ডাঃ মাওঃ আবুল খায়ের বলেন, নির্বাচনের সময় জনপ্রতিনিধিরা ব্রীজ, রাস্তা ইত্যাদি নির্মাণের আশ্বাস দেন পরে তা ভূলে যান। আনন্দ খালটি এলাকাবাসীর দুঃখের খালে পরিণত হয়েছে। নাম বলতে অনিচ্ছুক এক ব্যাক্তি বলেন, আমাদের বর্তমান সাংসদ ইমরান আহমদকে রাস্তা, ব্রীজ ইত্যাদির কথা বললে তিনি বলেন এটা আমি দেখব। কিন্তু কী ভাবে দেখেন জানিনা, কোন কিছুই বাস্তবায়ন হয়নি। সাবেক সাংসদ দিলদার হোসেন সেলিম অলির খালের ব্রীজ, জাফলং-হাদারপার রাস্তা সহ আনন্দ খালের ব্রীজ নির্মানের প্রতিশ্রুতি দিলেও কোনটিই বাস্তবায়ন হয়নি। বর্তমান সাংসদ ইমরান আহমদকে যাই বলা হোক না কেন তিনি বলেন এটা আমি দেখব। একজন প্রতিশ্রুতি দিয়েও কাজ করেননি এবং অন্যজন বলেন শুধু দেখব। কিন্তু উভয়ের কেউই কিছুই করেননি। তারা উভয় নির্বাচনের সময় এসে ব্রীজ, রাস্তা ইত্যাদির আশ্বাস দিয়ে ভোট নেন পরে তা ভূলে যান। তারা আমাদের সাথে প্রতারণা করেছেন। তাই আমরা আগামী জাতীয় নির্বাচনে বিকল্প পথ খুজবো। দেখব আমাদের ভোটের তাদের প্রয়োজন আছে কী না?