সিলেটশুক্রবার , ২৮ জুলাই ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে ভয়াবহ অগ্নিকান্ড

Ruhul Amin
জুলাই ২৮, ২০১৭ ৮:৪৩ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: সিলেটের কদমতলীস্থ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গ্যাসের লাইন ফেটে এই আগুনের সূত্রপাত ঘটে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

শুক্রবার (২৮ জুলাই) দুপুর সোয়া একটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনার পর আগুন লাগার পর দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো হয়।।

জানা যায়, বেলা একটার দিকে কদমতলীস্থ তাজমহল রেস্টুরেন্টের সামনের রাস্তায় গ্যাস লাইন লিকেজ হয়ে মাটির নিচ থেকে আগুন বের হতে শুরু করে। এ সময় একটি মাইক্রোবাস, একটি সিএনজি ও একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়।

এসময় মাইক্রোবাসে থাকা চালক পারভেজ (৩০) গায়ে আগুন ধরে যায়। আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে পাঠান স্থানীয় পরিবহন শ্রমিকরা। এ ঘটনায় আরো ৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে আছেন মোটরসাইকেল আরোহী মাকসুদুল হক, সিএনজি অটোরিকশা চালক শামীম। ঘটনাস্থলে দক্ষিণ সুরমা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পুলিশের একটি দল ও ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করে। দুপুর ২টার দিকে সংশ্লিষ্টরা গ্যাসের লাইন বন্ধ করলে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।