সিলেটমঙ্গলবার , ৮ আগস্ট ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ক্যান্সার আক্রান্ত স্কুল ছাত্র সৈয়দ রাকিব বাচঁতে চায়

Ruhul Amin
আগস্ট ৮, ২০১৭ ৩:৪৮ অপরাহ্ণ
Link Copied!

রুহুল আমীন নগরী,সিলেট রিপোর্ট:  সকলের সহযোগিতায় বাচঁর আকুতি জানিয়েছেন স্কুল ছাত্র সৈয়দ রাকিব আলী। কিন্তু মা-বাবার একার পক্ষে ব্যয়বহুল চিকিসাৎ কী সম্ভব ? এই প্রশ্নটিই রাকিবকে চিন্তার জগতে ভাসিয়ে দিয়েছে। কিন্তু রাকিবের সহপাঠিরা তাকে হতাশ হতে বারন করেছেন, আশার আলোর কথা জানিয়ে সৈয়দপুরের যুব-ছাত্র সমাজ রাকিবের পাশে দাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন। চিকিৎসকের মতে, মাত্র পাচঁলক্ষ টাকা হলেই সেরে ঊঠবে -রাকিব। প্রবাসী অধ্যুষিত সৈয়দপুরের জন্য এই অর্থ তেমন কিছু নয়। জগন্নাথপুরের ঐতিহ্যবাহী গ্রমে সৈয়দপুর হাড়ি কোনা নিবাসী সৈয়দ মিনার আলীর ছেলে  সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র সৈয়দ রাকিব আলী মরন ব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত। তার চিকিৎসা অনেক ব্যায় বহুল, যা তার পরিবারের জন্য বহন করা অনেক কষ্টসাধ্য। অন্যান্য সংগঠনের পাশা পাশি  কিশোর মেধাবী ছাত্র সৈয়দ রাকিব আলীর চিকিৎসা ক্ষেত্রে সহযোগীতার জন্য অর্থ তহবিল গঠনে এগিয়ে এসেছেন স্থানীয়রা। এ লক্ষ্যে  সৈয়দপুর ছাত্র ও যুব সমাজের উদ্যেগে সৈয়দপুর আলিয়া মাদ্রাসয় সোমবার সন্ধ্যা সাড়ে সাত ঘঠিকায় এক জরুরী বৈঠকের আয়োজন করা হয় । প্রিন্সিপাল হাফিজ মাওলানা সৈয়দ রেজওয়ান আহমদের সভাপতিত্বে বৈঠকে সকলেই ঐক্যবদ্ধ হন যে ক্যান্সার আক্রান্ত রাকিবের সহযোগীতার জন্য সৈয়দপুর ছাত্র ও যুব সমাজের মাধ্যমে ৫০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা সংগ্রহের টার্গেট নেওয়া হবে। উক্ত বৈঠকে সৈয়দপুরের তরুণ যুবক ও ছাত্র সমাজ সকলেই রাকিবের সুচিকিৎসা নিশ্চিত করতে অর্থ তহবিল গঠনে সর্বাত্মক সহযোগীতা করতে অঙ্গিকার করেন। শতাধিক লোকের উপস্থিতিতে উপস্থিত অনেকেই নগদ অর্থ (৬৬,৯০০ টাকা) প্রদান করেন । তারা আশাবাদ ব্যাক্ত করেন আগামী কয়েকদিনের ভিতরেই তারা সকলে পাঁচ লক্ষাধিক টাকা কালেক্ট করতে সর্বাত্বক প্রচেষ্টা চালাবেন । উক্ত বৈঠকে সার্বিক সহযোগীতা ও বিশেষ দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন সুনামগঞ্জ জেলা পরিষদের সম্মানিত সদস্য সৈয়দ ছাবির মিয়া ছাব্বির ।
 সভায় বক্তব্য রাখেন মাওলানা তৈফুর আহমদ, সৈয়দ দুলা মিয়া সৈয়দ শেফুল আমীন,সৈয়দ মুসাব্বির আহমদ, সৈয়দ মারুফ আহমদ,সৈয়দ হিলাল ও সৈয়দ তানভীর মুরাদ, সৈয়দ কাওসার আহমদ সৈয়দ আব্দুল লতিফ, সৈয়দ মারুফ আহমদ,সৈয়দ মস্তাক আহম,সৈয়দ সৈয়দ হাবিল,সৈয়দ ময়েজ,মারজান কোরেশী,সৈয়দ আবিদ,মোঃ তুহেল,সৈয়দ জামাল,সৈয়দ শাহির,সৈয়দ কাইয়ূম,সৈয়দ জাবের,সৈয়দ ইনান,সৈয়দ রাজু,আবিদ মল্লিক,সৈয়দ ছাবির,সৈয়দ ছাইদুল হক,সৈয়দ অঞ্জু,সৈয়দ তামিম আদনান,সৈয়দ তামজীদ রিবান,সৈয়দ রিয়াদ,মোঃ নোমান,সৈয়দ নুরুল,মির্জা মুস্তাকিম,জয়নুল কোরেশী,সৈয়দ দিদার,মোঃ সালমান,সৈয়দ তানিন,সুজেল খাঁন,সৈয়দ মিলু,সৈয়দ আহলাল,আব্দুল বারিক,মল্লিল ইয়ামিন,হাফেজ সৈয়দ মুমিন, সৈয়দ হুসবান,সৈয়দ রায়হান,সৈয়দ নাঈম,মল্লিল ফাহিম,সৈয়দ জাকির,সৈয়দ ফরিদ, নিম্বর খাঁন,মোঃ রাসেল,হাবিবুর রহমান প্রমূখ।