সিলেটসোমবার , ১৪ আগস্ট ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

জকিগঞ্জ- কানাইঘাটের যৌথ সভায় জমিয়তের প্রার্থী চূড়ান্ত

Ruhul Amin
আগস্ট ১৪, ২০১৭ ১:০৮ অপরাহ্ণ
Link Copied!

ইমরান চৌধুরী,সিলেট রিপোর্ট: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-৫ আসনে( জকিগঞ্জ- কানাইঘাট) স্থানীয় ভাবে দলীয় প্রাথী মনোনয়ন চূড়ান্ত করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। এ লক্ষ্যে  রোববার (১৩ আগস্ট) সন্ধ্যায়   কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলা জমিয়তের দায়িত্বশীলদের এক সভা মাও.ফয়জুল হাসান খাদিমানীর সভাপতিত্বে শাহবাগ জামেয়া মাদানিয়া ক্বাসিমুল উলুম- এর মিলনায়তনে  অনুষ্ঠিত হয়। সভায় র্দীঘ আলোচনা পর্যালোচনার পর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ৫আসনে জমিয়তের কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক আল্লামা উবায়দুল্লাহ ফারুক অথবা জমিয়তের উলামায়ে ইসলাম ইউরোপ শাখার সহসভাপতি মাও.ক্বারী আব্দুল হাফিয শাহবাগীকে জমিয়তের দলীয় মনোনয়ন প্রদানের আহবান জানানো হয়। উল্লিখিত দুইজন থেকে যে কোনো একজনকে কেন্দ্র মনোনয়ন দিলে, উভয় উপজেলার সর্বস্তরের নেতা-কর্মী স্বতঃস্ফূর্তভাবে তার বিজয় নিশ্চিত করতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবে। তবে বৈঠকে  মাওলানা ফয়জুল হাসান খাদিমানীর নাম  প্রস্তাব আসলেও তিনি নির্বাচন করতে অসম্মতি জ্ঞাপন করায়, উল্লিখিত দুইজনের ব্যাপারে উপস্থিত সবাই ঐক্যমত পোষণ করে  জেলা জমিয়তের মাধ্যমে কেন্দ্রিয় জমিয়ত বরাবরে  প্রস্তাব প্রেরণ করা হয়।সভায় উভয় উপজেলার দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন মাও.আব্দুল ওয়াদুদ সাহেব উপদেষ্ঠা কানাঘাট উপজেলা জমিয়ত, মাও. জাওয়াদুর রহমান সিনিয়র সহসভাপতি জকিগঞ্জ উপজেলা,মাও.নূর আহমদ ক্বাসেমী সিনিয়র সহসভাপতি কানাইঘাট, মুফতি মাসউদ আহমদ চৌধুরী সহসভাপতি জকিগঞ্জ, মাও. ইউসুফ খাদিমানী সদস্য জেলা জমিয়ত,মাও.বিলাল আহমদ ইমরান সাধারণ সম্পাদক জকিগঞ্জ,মুফতি ইবাদুর রহমান ক্বাসেমী সাধারণ সম্পাদক কানাইঘাট, মাও.হেলাল আহমদ সাংগঠনিক সম্পাদক কানাইঘাট, মাও.ফারুক আহমদ সাংগঠনিক সম্পাদক জকিগঞ্জ,মাও. আমীর হুসেন সভাপতি কানাইঘাট পৌরসভা, মাও.জামিল আহমদ যগ্ম সম্পাদক জকিগঞ্জ, মাও.হাফিজ হাবীব আহমদ সাহেবজাদায়ে বায়ম্পুরিসহ উভয় উপজেলার অর্ধশতাধিক জমিয়তের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।