সিলেটশুক্রবার , ৮ সেপ্টেম্বর ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে মাদানী কাফেলার বিক্ষোভ অনুষ্ঠিত

Ruhul Amin
সেপ্টেম্বর ৮, ২০১৭ ৩:২৬ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: মিয়ানমারে মুসলিম গণহত্যা বন্ধের দাবিতে আজ শুক্রবার (৮ সেপ্টেম্বর) বাদ জুম্মা  সিলেট নগরীতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে মাদানী কাফেলা বাংলাদেশ সহ বিভিন্ন সংগঠন। বন্দরবাজার জামে মসজিদ থেকে মাদানী কাফেলার বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে কোর্টপয়েন্টে এক সমাবেশে মিলিত হয়। কাফেলার সভাপতি মাওলানা রুহুল আমীন নগরীর সভাপতিত্বে ও  সেক্রেটারী মাওলানা সালেহ আহমদ শাহবাগীর পরিচালনায় অনুষ্ঠিত  সভায় বক্তৃতা করেন জামিয়া দারুল কোরআন সিলেটের প্রিন্সিপাল সাবেক সংসদ সদস্য এডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী,  জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগরীর সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব, জামেয়া হেদায়াতুল ইসলাম সিলেটের প্রিন্সিপাল মুফতি মুতিউর রহমান, যুব জমিয়ত নেতা মাওলানা কবির আহমদ খান, সিলেট জেলা মাদানী কাফেলার আহবায়ক হাফিজ মাও: মাসউদ আজহার , জমিয়ত নেতা মাওলানা আব্দুস সালাম, জামিয়া ফরিদাবাদের শিক্ষক মাওলানা লোকমান হাকিম, মাওলানা কবির আহমদ, মাওলানা আফজাল হোসেন খান, মাওলানা কায়সান মাহমুদ আকবরী, হাফিজ আব্দুল করিম হেলালী, মাওলানা সালিক আহমদ,জামিল আহমদ, ক্বারী আব্দুর রহিম, হাফিজ আশরাফ আলী, মাওলানা মাহমুদ হোসাইন প্রমুখ।
বক্তারা র্বামার মুসলমানদের পক্ষে বাংলাদেশের সর্বস্থরের জনগনকে এগিয়ে আসার আহবান জানিয়ে বলেন, প্রয়োজনে মিয়ানমারের সাথে সব ধরনের সর্ম্পক বিচ্ছিন্ন করতে হবে। সমাবেশ শেষে বিক্ষোব্ধ জনতা অংসান সুচির কুশপুত্তলিকা দাহ করেন।শাহীনুর পাশা তার বক্তব্যে আগামী ২১ সেপ্টেম্বর সিলেট থেকে টেকনাফ অভিমুখী রোর্ড মার্চ করে তোলার জন্য সর্বস্তরের জনতার প্রতি আহবান জানান। সভাপতির বক্তব্যে মাওলানা রুহুল আমীন নগরী বলেন, বাংলাদেশ থেকে মিয়ানমারের বিরুদ্ধে আরো কঠোর হতেহবে। মিয়ামারের দূতাবাস বন্ধের আহবান জানান। অপর এক প্রস্তাবে তুরস্কের ফার্সলেডী আমিনা এরদোয়ানকে বাংলাদেশের মুসলমানদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানান। বক্তারা অংসান সুচিকে বিশ্ব সন্ত্রাসী ও অশান্তির জননী হিসেবে আখ্যায়িত করে  নোবেল পুরস্কার প্রত্যাহারের দাবী জানান।