সিলেটবুধবার , ৪ অক্টোবর ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকরা পাচ্ছেন ১৩৭ কোটি টাকা

Ruhul Amin
অক্টোবর ৪, ২০১৭ ১০:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট :

ন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনে ১৩৬ কোটি ৯৯ লাখ ৯৯ হাজার ৫৫১ টাকা সহায়তা দেবে সরকার। দেশের ২৪ জেলার ৭ লাখ ৭৬ হাজার ২০২ জন কৃষক এই সহায়তা পাবে।

গতকাল মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এ তথ্য জানান।

কৃষিমন্ত্রী বলেন, কৃষি প্রণোদনা কার্যক্রমের পাশাপাশি পাহাড়ি ঢল ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত হাওরের ৬ জেলায় বোরো মৌসুমে বিনামূল্যে বীজ ও সার দেওয়া হবে। এ অঞ্চলের ৬ লাখ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে ১১৭ কোটি টাকার বীজ, সার এবং নগদ ১ হাজার টাকা করে দেওয়া হবে। এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত দেশের উত্তর ও মধ্যাঞ্চলের ১৮ জেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে ১ লাখ ৭৬ হাজার ২০২ জন কৃষককে ১৯ কোটি ৯৯ লাখ ৯৯ হাজার ৫৫১ টাকায় গম, ভুট্টা, সরিষা, চিনাবাদাম, খেসারি, শাকসবজি ও বোরো ধান চাষে বিনা মূল্যে বীজ ও সার দেওয়া হবে।