সিলেটশনিবার , ৭ অক্টোবর ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

লালদিঘীর ময়দানে তৌহিদী জনতার ঢল

Ruhul Amin
অক্টোবর ৭, ২০১৭ ১১:০২ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট :

‘আরাকানে মুসলিমদের ওপর গণহত্যা বন্ধ, মিয়নমার সরকারের ওপর চাপ প্রয়োগ এবং নাগরিক অধিকার দিয়ে রোহিঙ্গাদের আরকানে ফিরিয়ে নেয়ার দাবিতে’ চট্টগ্রামের লালদিঘীর ময়দানে হেফাজতে ইসলাম বাংলাদেশ আয়োজিত মহাসমাবেশে তৌহিদী জনতার ঢল নেমেছে আজ।

জুমার নামাজের পরপরই লোকে লোকারণ্য হয়ে যায় লালদিঘীর ময়দান। এসময় স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে উঠে সমাবেশ স্থল। তাকবির ও বিভিন্ন স্লোগান দিয়ে দিয়ে সমাবেশে যোগ দেন ধর্মপ্রাণ তৌহিদী জনতা ।

সমাবেশ শেষে দোয়া পরিচালনা করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী।

দোয়া পরিচালনার সময় হেফাজত আমীর বলেন, “সময় নাই কিছু বলার, আমিও অসুস্থ। আল্লাহ রোহিঙ্গা মুসলমানকে তুমি হেফাজত কর। রোহিঙ্গা নারী শিশুদের হেফাজত কর।”

আল্লামা শফীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন, হেফাজতের সিনিয়র নায়েবে আমীর আল্লামা মুহিববুল্লাহ বাবুনগরী, মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী, আল্লামা নুর হোসেন কাসেমী, আল্লামা মুফতী ইজহারুল ইসলাম চৌধুরী, মাওলানা তাজুল ইসলাম,  আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী, মাওলানা জুনাইদ আল হাবিব, ড. আহমদ আবদুল কাদের, মুফতি ফয়জুল্লাহ,  মাওলানা মইনুদ্দিন রুহী, মাওলানা মাহফুজুল হক, মাওলানা সলিমুল্লাহ, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মুফতি হারুন ইজহার, মাওলানা মামুনুল হক, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা জাফর উল্লাহখান, মাওলানা শাহিনুর পাশা চৌধুরী, মাওলানা মহিউদ্দিন ইকরাম, মাওলানা হাসনাত আমিনী, মুফতী রহিমুল্লাহ, মাওলানা ইয়াসিন হাবীব, মাওলানা হাবিবুল্লাহ আজাদী, মাওলানা ফখরুল ইসলাম, মুফতী শরীফ প্রমুখ।

সমাবেশে হেফাজত মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেন, “অং সান সুচি একজন আন্তর্জাতিক জঙ্গি সন্ত্রাসী। তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। গণহত্যার দায়ে তাকে আন্তর্জাতিক আদালতে কাঠগড়ায় দাঁড় করাতে হবে।”

তিনি সরকারকে কূটনৈতিকভাবে মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ এবং তাতে ফল না এলে সম্পর্ক ছিন্ন করার দাবি জানান।

জুনায়েদ বাবুনগরী বলেন, মুসলিম রোহিঙ্গাদের নাগরিক অধিকার ফিরিয়ে দিতে হবে। তাদের মিয়ানমারে ফিরিয়ে নিতে হবে। আল্লামা আহমদ শফী যদি প্রয়োজনে জিহাদের ডাক দেন, তাতে কারা কারা তৈরি আছেন হাত তুলুন।

এ সময় সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা হাত তুলে তার বক্তব্যে সমর্থন জানান।

আল্লামা শফীর মুনাজাতের মাধ্যমে সমাবেশ সমাপ্ত হয়।