সিলেটবৃহস্পতিবার , ১২ অক্টোবর ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

নগরীর ফুটপাতে ব্যবসা-বানিজ্য অবৈধ ষ্টেন্ড,পার্কিং সম্পূর্ণ নিষিদ্ধ

Ruhul Amin
অক্টোবর ১২, ২০১৭ ৬:২৩ অপরাহ্ণ
Link Copied!

সিলেট নগরীর বিভিন্ন মার্কেট,বিপনী বিতান সহ গুরুত্বপূর্ণ স্থানে ফুটপাত দখল করে ব্যবসা-বানিজ্য, অবৈধ ষ্টেন্ড ও যেখানে-সেখানে যানবাহন পার্কিং সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষনা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে নগর ভবনে আয়োজিত এক সভায় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এ ঘোষনা দেন। জনস্বার্থে এ আদেশ ১৩ অক্টোবর শুক্রবার থেকে সিটি কর্পোরেশন এলাকায় কার্যকর হবে। সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ বদরুল হক স্বাক্ষরিত ১/১২৭১/১৭/১৯২৬/৬ স্মারকে আরো জানানো হয়, নগরীতে দোকান-ব্যবসা প্রতিষ্ঠানের সামনে অবৈধভাবে কোন প্রকার সেড তৈরী কিংবা কোন প্রকার মালামাল রাখা যাবেনা।

সভায় সভাপতিত্ব করেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। এসময় তিনি উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করার সিদ্ধান্ত হয়। সভায় উপস্থিত ছিলেন র্যাব-৯এর সিনিয়র এএসপি মাঈন উদ্দিন চৌধুরী, সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (ট্রাফিক) নিকুলিন চাকমা, জেলা মেজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ, সিলেট মেট্রোপলিটন চেম্বারের পরিটালক মো. হুরায়রা ইফতার হোসেন, আলীমুছ সাদাত চৌধুরী,মোবাস্সির হোসেইন চৌধুরী, পুলিশের টিআই এনামুল হক, বিআরটিএ’র এমভিআই মো. আবুল বাসার, সিলেট উইমেন্স চেম্বার অব কমার্সের প্রতিনিধি মো. শাওন, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ লালা ও সাধারণ সম্পাদক হোসেন আহমদ। – বিজ্ঞপ্তি