সিলেটমঙ্গলবার , ১৭ অক্টোবর ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

মিয়াদের লাশ নিয়ে ছাত্রলীগের মিছিল, জগন্নাথপুরে দাফন সম্পন্ন

Ruhul Amin
অক্টোবর ১৭, ২০১৭ ৯:৪৩ অপরাহ্ণ
Link Copied!

জগন্নাথপুর : সিলেটে ছাত্রলীগের অভ্যান্তরীন কোন্দলে নিহত ওমর ফারুক মিয়াদের (২৬)  জানাযা সম্পন্ন হয়েছে। ১৭ অক্টোবর বিকেল পৌনের পাচঁঘটিকায় নিহত মিয়াদের জানাযা গ্রামের বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের বালিশ্রী গ্রামে সম্পন্ন হয়। পরে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। মঙ্গলবার বিকেলে ময়নাতদন্ত শেষে তার লাশ গ্রামের বাড়িতে এসে পৌছালে সেখানে এক হৃদয় বিদায়ক দৃশ্যের অবতারণ হয়। শেষ বারের মতো একনজর দেখতে আত্মীয় স্বজন সহপাঠিসহ শ’তশ’ত মানুষের সমাগম ঘটে গ্রামের বাড়িতে। শোকাতরজনতার চারিদিকে নিরব নিস্তব্ধতায় স্বজনদের কান্নায় আকাশ বাতাস ভারি হয়ে উঠছে।

জানাযার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আকমল হোসেন, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরন মাহমুদ নিপু। বক্তব্যে হিরণ মাহমুদ নিপু তার কান্নায় ভেঙ্গে পড়েন।

এসময় জানাযায় উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, সাংবাদিক আজহারুল হক ভুইয়া শিশু, গোবিন্দ দেব, সুহেল হাসান, কামরুল ইসলাম মাহি, এমসি কলেজ ছাত্রলীগ নেতা সাইফুর রহমান, দেলায়ার হোসেন রাহি, জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগ নেতা আব্দুল মুকিত, আজমল হোসেন মিটু, তোহা চৌধুরী, তানভীর আলম পিয়াস, জগন্নাথপুর ড্রিগী কলেজ ছাত্রলীগের নেতা হাসান আদিল, দক্ষণ সুনামগঞ্জ ছাত্রলীগে এ এস জনি, কলকলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক লায়েক আহমদসহ হাজারো মানুষ।
জানায়ার ইমামতি করেন স্থানীয় মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ মাওলানা আব্দুল হাফিজ।

এর আগে মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মিয়াদের মরদেহ নিয়ে তারা বিক্ষোভ মিছিল সহকারে চৌহাট্টা পয়েন্টে এসে সড়ক অবরোধ করেন। মিয়াদের সহকর্মী ছাত্রলীগের হিরন মাহমুদ নিপু গ্রুপের অনুসারীরা এ মিছিল ও অবরোধ করেন।মঙ্গলবার বেলা দেড়টার দিকে তারা অবরোধ তুলে নেয়। মিছিল থেকে তারা ছাত্রলীগকর্মী ওমর আহমদ মিয়াদের খুনিদের শাস্তির দাবী করেন।এছাড়া, ছাত্রলীগকর্মী মিয়াদ হত্যার প্রতিবাদে ছাত্রলীগের পক্ষ থেকে আরো কঠোর কর্মসূচী আসছে বলেও জানান তারা।

উল্লেখ্য, সোমবার বিকাল ৩টার দিকে নগরীর টিলাগড় এলাকায় ছাত্রলীগের অপর একটি পক্ষের কর্মীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয় ছাত্রলীগকর্মী ওমর আহমদ মিয়াদ। আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এতে আহত হয়েছেন আরও দুই কর্মী। মিয়াদ লিডিং ইউনিভার্সিটির আইন বিভাগের ছাত্র। জগন্নাথপুর উপজেলার বালিশ্রী গ্রামের আকুল মিয়া ও ডালিয়া বেগম দম্পতির দ্বিতীয় সন্তান। মিয়াদসহ আকুল মিয়ার তিন ছেলে ও দুই মেয়ে।