সিলেটমঙ্গলবার , ৭ নভেম্বর ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

নেত্রকোণায় স্বামী খুনে স্ত্রী ও প্রেমিকের ফাঁসি

Ruhul Amin
নভেম্বর ৭, ২০১৭ ৯:৩৯ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট ডেস্ক :

নেত্রকোণার দুর্গাপুরে স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও তার প্রেমিকের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। এছাড়া রায়ে তাদের ২০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে।

হত্যাকাণ্ডের ছয় বছর পর মঙ্গলবার দুপুরে নেত্রকোণার জেলা ও দায়রা জজ কে এম রাশেদুজ্জামান রাজা এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

নিহত ব্যক্তি দুর্গাপুর পৌর শহরের সাধুপাড়া এলাকায় হরেন্দ্র সরকারের ছেলে সঞ্জয় সরকার।

ফাঁসির দণ্ড পাওয়া দুইজন হলেন, নিহতের স্ত্রী সীমা সরকার (২৬) এবং তার প্রেমিক দুর্গাপুর উপজেলার তেলিপাড়া গ্রামের ফজলুল হকের ছেলে আলমগীর মিয়া (২৮)।

আদালতের ভারপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর সাইফুর রহমান প্রদীপ জানান, সীমা সরকারের সাথে আলমগীর মিয়ার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি টের পেয়ে সঞ্জয় তার স্ত্রী ও আলমগীরকে সতর্ক করেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য দেখা দিলে ২০১২ সালের ২০ জানুয়ারি রাতে সীমা তার প্রেমিক আলমগীরকে নিয়ে সঞ্জয়কে শ্বাসরোধে হত্যা করেন।

ঘটনার পরদিন সঞ্জয়ের ভাই বাদী হয়ে সীমা সরকার, মো. আলমগীর মিয়া ও একই উপজেলার বাদুয়া শ্রীপুর গ্রামের সোহেল রানাকে আসামি করে দুর্গাপুর থানায় মামলা করেন। পুলিশ একই বছরের ২৯ এপ্রিল আদালতে অভিযোগপত্র দেয়।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় আসামি সোহেল রানাকে খালাস দেয় আদালত।