সিলেটবুধবার , ৮ নভেম্বর ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

কানাইঘাটে ভূমিধসে ৬জন নিহতের ঘটনায় মামলা

Ruhul Amin
নভেম্বর ৮, ২০১৭ ৩:০৬ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট :

সিলেটের কানাইঘাটে নদী তীর থেকে পাথর তুলতে গিয়ে ভূমিধসে ছয়জনের মৃত্যুর ঘটনায় মামলা করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে উপ-পরিদর্শক রাজীব মন্ডল বাদী হয়ে কানাইঘাট থানায় মামলাটি করেছেন বলে জানিয়েছেন সিলেটের পুলিশ সুপার মো. মনিরুজ্জামান। মামলায় আটজনকে আসামি করা হয়েছে।

এসপি মনিরুজ্জামান বলেন, মামলায় ভূমিমালিক ও স্থানীয় লোকজনের বিরুদ্ধে দায়িত্ব অবহেলার অভিযোগ আনা হয়েছে। তবে গ্রেপ্তারের স্বার্থে আসামিদের নাম এই মুহুর্তে প্রকাশ করছে না পুলিশ।

মঙ্গলবার সকালে কানাইঘাটে লোভাছড়া নদী তীর থেকে পাথর তুলতে গিয়ে ভূমিধসে পাঁচ মাদ্রাসাছাত্রসহ ছয়জন নিহত হন।

নিহতরা হলেন- বাংলাটিলা এলাকার ইউনূস আলীর ছেলে জাকির, আলমাস মিয়ার দুই ছেলে নাহিদ ও শাকিল, মুসাব্বির আলীর ছেলে মারুফ, আনা মিয়ার ছেলে আবদুল কাদির এবং আবদুল বারীর ছেলে সুন্দর আলী। এদের মধ্যে প্রথম পাঁচজন ডাউকেরগুল নেসারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। আর সুন্দর আলী ওই এলাকারই বাসিন্দা।

ঘটনা তদন্তে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দুটি আলাদা তদন্ত কমিটি গঠন করা হয়।