সিলেটসোমবার , ২৭ নভেম্বর ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

শান্তিপূর্ণ দেশ গড়ে জমিয়ত সর্বাত্মক চেষ্টা অব্যহত রাখছে : মাওলানা ফজলুর রহমান

Ruhul Amin
নভেম্বর ২৭, ২০১৭ ৫:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট: জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মাওলানা ফজলুর রহমান  বলেছেন, পাকিস্তানকে উগ্রবাদের আবাসভূমি হিসেবে পরিচিত করানোর চেষ্টা করা হচ্ছে৷পাশাপাশি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা নেতাদের ভুল রাজনীতি চরমভাবে দেশের ইমেজ নষ্ট করছে । তিনি বলেন, কোনো রাষ্ট্রকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য প্রথমে রাজনৈতিক অস্থিরতা তৈরি করা হয়৷ পাকিস্তানেও সে চেষ্টা করছে একটি চিহ্নিত গ্রুপ৷ পাকিস্তানের অস্তিত্ব মিটিয়ে দিতে বিশ্ব-শক্তিগুলো নীরব আন্দোলন করছে৷ পুরো মুসলিম বিশ্বে যুদ্ধের দামামা বাজছে আর এ সুযোগে মুসলিম দেশগুলোকে ব্যর্থ রাষ্ট্র বানানোর পায়তারা করছে শক্তিগুলো৷
মাওলানা ফজলুর রহমান বলেন, জমিয়ত সিন্ধু প্রদেশের সবচে বড় রাজনৈতিক দল৷ পাকিস্তানকে শান্তিপূর্ণ দেশ হিসেবে গড়ে তুলতে জমিয়ত সর্বাত্মক চেষ্টা অব্যহত রাখছে এবং দেশের কল্যাণের জন্য যে কেনো ত্যাগ স্বীকারে প্রস্তুত আছে৷ আমরা দেশের অর্থনীতিকে কারো কাছে বন্ধক রাখতে পারি না৷ আমরা পশ্চিমা দেশগুলোর উপর কোনো অর্থনৈতিক ভরসা করতে চাই না৷ তারা আমাদের দেশকে শান্তিপূর্ণ দেশ বানানোর জন্য যা বলবে তাতেই আমরা দীন ঈমান বিসর্জন দিয়ে সহমত পোষণ করবো- এমনটি হতে পারে না৷ আমাদের দেশের জন্য আমরাই কাজ করতে চাই৷