সিলেটবুধবার , ২৯ নভেম্বর ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সিলেটের ডাকের ডিক্লারেশন বন্ধে নোটিশ স্থগিত

Ruhul Amin
নভেম্বর ২৯, ২০১৭ ৪:৩৪ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার :

সিলেটের স্থানীয় দৈনিক সিলেটের ডাক পত্রিকার ডিক্লারেশন বাতিল করে জেলা প্রশাসকের নোটিশ তিন মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চ বুধবার এ আদেশ দেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন। সঙ্গে ছিলেন আব্দুল হালিম কাফী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

পত্রিকাটির মালিক ও প্রকাশক রাগীব আলী একটি মামলায় দণ্ডপ্রাপ্ত হওয়ায় গত ১৫ জুন পত্রিকাটির ডিক্লারেশন বাতিল করে জেলা প্রকাশক। এরপর থেকেই মামলাটির প্রকাশনা বন্ধ রয়েছে।

আব্দুল হালিক কাফী সাংবাদিকদের জানান, আদালত রুলসহ জেলা প্রকাশকের নোটিশ তিন মাসের জন্য স্থগিত করে। হাইকোর্টের এ আদেশের ফলে পত্রিকাটি আবার প্রকাশনা শুরু করতে পারবে।

রাগিব আলীর দণ্ড সম্পর্কে তিনি বলেন, যে মামলায় তার দণ্ড হয়েছিল সেই মামলা থেকে সম্প্রতি তিনি জামিন পেয়েছেন। দণ্ডের বিরুদ্ধে আপিল বিচারাধীন আছে।

অমিত তালুকদার বলেন, আদালত ডিক্লারেশন বাতিলে জেলা প্রশাসকের নোটিশ তিন মাসের জন্য স্থগিত করেছেন।