সিলেটবৃহস্পতিবার , ২১ ডিসেম্বর ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

আল্লামা আশহাদ রশিদী এখন বাংলাদেশে

Ruhul Amin
ডিসেম্বর ২১, ২০১৭ ১:০৯ অপরাহ্ণ
Link Copied!

কায়সান মাহমুদ আকবরি,সিলেট রিপোর্ট: কুতবুল আরব ওয়াল আজম, শায়খুল ইসলাম আল্লামা সায়্যিদ হোসাইন আহমদ মাদানী রাহ. এর (বড় মেয়ের দিকের) দৌহিত্র, জামিয়া কাসিমিয়া মাদরাসায়ে শাহী মুরাদাবাদ (ভারত) এর মুহতামিম ও মাসিক নেদায়ে শাহী পত্রিকার সম্পাদক মাওলানা সায়্যিদ আশহাদ রশিদী ১৪ ‍দিনের এক সংক্ষিপ্ত দ্বীনী সফরে বাংলাদেশে আগমন করেছেন। জমিয়তে উলামায়ে হিন্দ উত্তর প্রদেশের সভাপতি বিশিষ্ট সাহিত্যিক সায়্যিদ আশহাদ রশীদ মাদানীর গতকাল ২০ ডিসেম্বর বিমান যুগে ঢাকা পৌছেছেন।   তিনি  ৩ জানুয়ারী পর্যন্ত সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ইসলামি সম্মেলনে যোগদান করবেন।
বাংলাদেশে তার সফর সুচিকে বাস্তবায়ন করতে তিন সদস্য বিশিষ্ট ইন্তেজামিয়া কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে রয়েছেন, জামিয়া মাদানীয়া বারিধারা ঢাকার মুহতামিম আল্লামা নুর হোসাইন কাসেমী, জামিয়া মাহমুদিয়া সুবহানীঘাট মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শায়খ শফীকুল হক আমকুনী, হাফিজ মাওলানা মাসরুর আহমদ।

 (গতকাল বুধবার)বিকাল ৫ ঘটিকার সময় বাংলাদেশের আগমন করেন। ৩রা জানুয়ারী পর্যন্ত বাংলাদেশে অবস্হান করবেন এবং ঢাকা,সিলেট,সুনামগন্জ,বি বাড়িয়া,নরসিংদী,কুমিল্লা,চাদপুর মাগুরাসহ দেশের বিভিন্ন এলাকায় দ্বীনী ও ইসলাহী মাহফিলে প্রধান মেহমান হিসেবে তাশরীফ গ্রহণ করবেন৷সফরসঙ্গী রয়েছেন আলহাজ্ব মাসরুর আহমদ,মাওলানা আহমদ কবীর,হাজী সিরাজুল ইসলাম,ইন্জিনিয়ার হাজী হারুনুর রশীদ,হাজী সৈয়দ জিয়াউল হক প্রমুখ।

সায়্যিদ আশহাদ রশিদী‘র সফরসূচি

২০ ডিসেম্বর, ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ। রাত্রিযাপন ধামণ্ডি, হাজী সিরাজ উদ্দীনের বাসায়।

২১ ডিসেম্বর, বৃহস্পতিবার। সকাল ১১ টায় জামিয়া বারিধারায় আগমন। উত্তরায় রাত্রিযাপন।

২২ ডিসেম্বর, শুক্রবার। ভোর ৪টায় সিলেট ওসমানী আন্তর্জতিক বিমানবন্দরে অবতরণ। জামিয়া মাহমুদিয়া ইসলামিয়া সুবহানীঘাট মাদরাসার বার্ষিক জলসায় বয়ান। রাত্রিযাপন হাজী কামাল উদ্দীনের বাসায়।

২৩ ডিসেম্বর, শনিবার। সকাল ৯টায় জামিয়া আরাবিয়া ধনকান্দি মাদরাসায় বয়ান। সকাল ১০টায় শাহসুন্দর মাদরাসায় সংক্ষিপ্ত বয়ান ও দোয়া। ১১টায় শামিমাবাদ তাহফিজুল কুরআন মারদাসায় বয়ান। বাদ এশা ভোলাগঞ্জে ৩দিন ব্যাপী তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান অতিথির বয়ান। রাত্রিযাপন হাজী আবুল বশরের বাসায়।

২৪ ডিসেম্বর, রবিবার। সকাল ১০টায় মাখজানুল উলুম কলাবাড়ি মাদরাসায় বয়ান।  দুপুর ১২টায় মাওলানা নুরুল হকের বাড়িতে বিশ্রাম।  বিকাল ২টায় ইসলামি সম্মেলনে বয়ান। রাত ৭টায় নন্দিরগাও ইসলামি সম্মেলনে বয়ান।

২৫ ডিসেম্বর, সোমবার। সকাল ৮টায় সিলেট থেকে সুনামগঞ্জ, তাহিরপুরের উদ্দেশ্যে রওয়ানা। বাদ যোহর চরগাঁও হিফজুল কুরআন মাদরাসায় বিশ্রাম। বাদ আসর ইসলামি সম্মেলনে বয়ান। বাদ এশা বাঘভের মাদরাসার বার্ষিক জলসায় বয়ান। আটগাঁও বাহাদুরপুর মাদরাসায় রাত্রিযাপন।

২৬ ডিসেম্বর, মঙ্গলবার। সকাল ৯টায় শায়খে গাজিনগরী রাহ. এর বাসবেভনে গমন। বেলা ১১টায় দরগাহপুর মাদরাসায় বয়ান ও বিশ্রাম। বাদ মাগরিব কামারগাঁও ইসলামি সম্মেলনে ভয়ান। বাদ এশা কাঞ্চনপুর ছাতকে ইসলামি সম্মেলনে ভয়ান। রাত ১০ টা জামিয়া ইমদাদিয়া তাহফিজুল কুরআন নলিয়া মাদরাসার বার্ষি ক মাহফিলে সংক্ষিপ্ত বয়ান ও দোয়া। হাজী সাইফুল ইসলামের বাসায় রাত্রিযাপন।

২৭ ডিসেম্বর, বুধবার। সকাল ১০টায় শাহবাজপুর ও ফাতেমাতুজ জাহরা রা. মহিলা  মাদরাসায় দোয়া। বাদ যোহর হাকালুকি দারুস সুন্নাহ মাদরাসার বার্ষিক জলসায় বয়ান। বাদ মাগরিব চন্দরপুর মাদরাসার বার্ষিক জলসায় বয়ান। রাত ৮টায় জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদরাসার বার্ষিক জলসায় বয়ান। রাত সাড়ে ৯টায় জালালনগর মাদরাসার বার্ষিক মাহফিলে বয়ান।  সিলেটে রাত্রিযাপন।

২৮ ডিসেম্বর, বৃহস্পতিবার। সকাল ৮টায় বাঘা মাদরাসায় সংক্ষিপ্ত বয়ান ও দোয়া। বেলা ১০ টায় মরহুম মাওলানা আব্দুশ শকুর সাহেবের বাসবভনে দোয়া। সকাল ১১টায় গহরপুর মাদরাসায় বয়ান ও দোয়া। বিকাল ২টা ৩০ মিনিটে হেমু নয়াগ্রাম ভেলোপাড়া মাদরাসার বার্ষিক জলসায় বয়ান। বাদ মাগরিব রামধা মাদরাসায় সংক্ষিপ্ত বয়ান ও দোয়া। বাদ এশা কালিগঞ্জ মাদরাসার বার্ষিক জলসায় বয়ান। সিলেটে রাত্রিযাপন।

২৯ ডিসেম্বর, শুক্রবার। ভোর ৪টায় সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা। মাওলানা গোলাম মুহিউদ্দীনের ইন্তেজামে বিভিন্ন মাহফিলে যোগদান। বাদ যোহর টাঙ্গাইলে ইসলামি সম্মেলনে বয়ান। বাদ এশা আশরাফুল উলুম বড়কাটরা মাদরাসার বার্ষিক জলসায় বয়ান।

৩০ ডিসেম্বর, শনিবার। মাওলানা গোলাম মুহিউদ্দীনের ইন্তেজামে কুমিল্লায় বিভিন্ন মাহফিলে যোগদান। রাত ৯টায় ইমদাদুল উলুম আড়াইহাজার মাদরাসার বার্ষিক সম্মেলনে বয়ান। মাদানিনগর মাদরাসায় রাত্রিযাপন।

৩১ ডিসেম্বর, রবিবার। সকাল ১১টায় জামিয়া ইউনুসিয়া বি-বাড়িয়ায় বয়ান ও দোয়া। বাদ মাগরিব বাহাদুরপুরে ইসলামি সেম্মলনে ভয়ান।  রাত ৭টায় পান্তশালা মাদরসায় বয়ান। বাদ এশা ইটাখলা মাদরাসার বার্ষিক জলসায় বয়ান। ঢাকায় রাত্রিযাপন।

০১ ও ০২ জানুয়ারি, সোম ও মঙ্গলবার। মাওলানা আলী আহমদ হোসাইনীর ইন্তেজামে নরসিংদিতে বিভিন্ন মাহফিলে যোগদান।

০৩ জানুয়ারি, বুধবার। সকালে ঢাকা থেকে দিল্লির উদ্দেশ্যে রওয়ানা।