সিলেটবুধবার , ১৮ এপ্রিল ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ওলামায়ে কেরামকে সজাগ থাকতে হবে : আল্লামা নূর হোসাইন কাসেমী

Ruhul Amin
এপ্রিল ১৮, ২০১৮ ২:৪৩ অপরাহ্ণ
Link Copied!

চট্রগ্রাম প্রতিনিধি: ইসলাম ধর্ম ও দ্বীনি শিক্ষা নিয়ে নানামুখী ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর মহাসচিব ও হেফাজতে ইসলামের ঢাকা মহানগর আমির আল্লামা নূর হোসাইন কাসেমী।
আল্লামা কাসেমী বলেছেন, দেশের রাজনীতিতে স্বস্তির কোনো আভাস নেই। একদিকে ইসলাম ধর্ম ও দ্বীনি শিক্ষা নিয়ে নানামুখী ষড়যন্ত্র চলছে। অন্যদিকে বেড়ে চলছে খুনখারাবি আর ইসলামবিরোধী শক্তিগুলো বিভিন্ন অপতৎপরতা।
মঙ্গলবার (গত ১৭ এপ্রিল) বিকাল ৪টায় হাটহাজারী উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও অন্যান্য শ্রেণির পেশায় শতাধিক আলেম জমিয়তে যোগদান উপলক্ষে এক সমাবেশে এসব কথা বলেন তিনি।
জমিয়তে উলামায়ে ইসলামের হাটহাজারী উপজেলা শাখা আয়োজিত ডাকবাংলো চত্বরে এক আলোচনা সভা ও কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে মাওলানা কাসেমী আরও বলেন, সব মিলে দেশ আজ কঠিন সময় পার করছে। আর এ অবস্থায় দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ওলামায়ে কেরামকে সজাগ থাকতে হবে এবং সরকারকেও দেশের শান্তি সমুন্নত রাখতে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে।
জমিয়তে উলামায়ে ইসলামের হাটহাজারী শাখার সভাপতি মাওলানা জাফর আহমদ ফতেপুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা এমরান সিকদারের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলামের সাংগঠনিক সম্পাদক আল্লামা উবায়দুল্লাহ্ ফারুক। এতে আরও বক্তব্য রাখেন , সংগঠনের সহ সভাপতি মাওলানা জহিরুল হক ভূঁইয়া, মাওলানা আব্দুর রব ইউসুফী, হাটহাজারী মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা আহমদ দিদার কাসেমী, সহ সভাপতি মাওলানা জুনাঈদ আল হাবীব, সংগঠনের যুগ্ম মহাসচিব সাবেক এমপি অ্যাডভোকেট শাহীনুর পাশা চৌধুরী, হাটহাজারী উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা নাছির উদ্দীন মুনীর, যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, মাওলানা মতিউর রহমান গাজীপুরী, মাওলানা শামসুদ্দোহা চৌধুরী, মুফতী হাবিবুর রহমান কাসেমী, মাওলানা জাকারিয়া কাসেমী, সংগঠনের কেন্দ্রিয় প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন, মাওলানা হাবিবুল্লাহ আজাদী, মাওলানা আব্দুল ওয়াদুদ নোমানী, মাওলানা আলমগীর মাসউদ, যুব জমিয়ত বাংলাদেশ এর সাধারণ সম্পাদক মুফতী গোলাম মাওলা, প্রচার সম্পাদক মাওলানা রুহুল আমীন নগরী, ছাত্র জমিয়তের কেন্দ্রিয় সভাপতি মুফতি নাছির উদ্দীন খাঁন প্রমুখ।