সিলেটবুধবার , ৯ মে ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

মাহাথির এগিয়ে

Ruhul Amin
মে ৯, ২০১৮ ১০:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ডেস্করিপোর্ট:খুব সম্ভবত মালয়েশিয়ায় ক্ষমতার পালা বদল হতে যাচ্ছে। জাতীয় নির্বাচনের প্রাথমিক ফলাফলে এগিয়ে আছে দেশটির আইকনিক নেতা মাহাথির মোহাম্মদের নেতৃত্বাধীন জোট। দেশটির প্রভাবশালী পত্রিকা দ্যা স্টার-এ প্রকাশিত প্রাথমিক ফলাফলে এখন পর্যন্ত স্পষ্ট ব্যবধানে বিরোধী জোট এগিয়ে আছে।

এখন পর্যন্ত ২২২টি আসনের মধ্যে ঘোষিত ৯৫টি আসনের ৫১টি পেয়েছে মাহাথিরের নেতৃত্বাধীন পাকাতান হারাপান। আর বর্তমান প্রধানমন্ত্রী নাজিব রাজাকের নেতৃত্বাধীন বারিসান ন্যাশনাল পার্টি পেয়েছে ৩৯টি আসন।

বুধবার সকাল ৮টা থেকে ৮,৮৯৮টি পোলিং বুথে একযোগে বিকাল ৫টা পর্যন্ত চলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচন কমিশন আশা করছে, অন্তত ৮৫ শতাংশ ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন। এই নির্বাচনে ২,৩৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

মালয়েশিয়াতে ভোটার দেড় কোটি। এর মধ্যে তিন লাখ পুলিশ ও সশস্ত্র বাহিনীর সদস্য। তারা ৫ মে তাদের ভোট প্রদান করেছেন।

এই নির্বাচনকে আধুনিক মালয়েশিয়ার প্রতিষ্ঠাতা মাহাথির মোহাম্মদের প্রত্যাবর্তন হিসেবে দেখা হচ্ছে। স্বেচ্ছা অবসর ভেঙে তিনি লড়ছেন দুর্নীতির জন্য সমালোচিত শিষ্য নাজিব রাজাকের বিরুদ্ধে।

এছাড়া মাহাথিরের জোটের বিজয়ের ফলে মালয়েশিয়ার রাজনীতিতে ফিরতে পারেন দেশটির নির্যাতিত নেতা হিসেবে পরিচিত কারাবন্দি আনোয়ার ইব্রাহিম।