সিলেটসোমবার , ৪ জুন ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

নগরীতে মেয়র আরিফের বিরুদ্ধে লাঠি মিছিল

Ruhul Amin
জুন ৪, ২০১৮ ৮:২৯ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: সিলেট নগরীর বন্দরবাজারে হকারদের সাথে সিটি কর্পোরেশনের কর্মীদের অপ্রীতিকর ঘটনা ঘটেছে। সোমবার বিকালে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে মেয়র আরিফুল হক চৌধুরী জরুরী সংবাদ সম্মেলন করে এ ঘটনার জন্য হকার লীগের নেতা আব্দুর রকিবকে দায়ী করেছেন। এ ঘটনায় সিটি কর্পোরেশনের তিন কর্মী আহত হয়েছে। তারা হলেন-আনসার আ লী, সুমন আহমদ ও ইউসুফ মিয়া।

একটি সূত্র জানায়, সোমবার বিকালে বন্দরবাজার এলাকায় হকাররা প্রায় অর্ধেক পথ জুড়ে বসে। হকারদের রাস্তা ছেড়ে দিতে মেয়র অভিযানে পরিচালনা কালে ব্যবসায়ীদের লাঠি সোটা নিয়ে মেয়রের পিছুধরে। এক পর্যায়ে মিছিলসহকারে মেয়রের বিরুদ্ধে স্লোগান দিয়ে সিটিপয়েন্টের দিকে এগিয়ে আসতে দেখা যায়। মেয়র তাৎক্ষণিক ভাবে স্থান ত্যাগ করেন। এ সময় সিটি কর্পোরেশনের কয়েকজন কর্মী সেখানে গিয়ে তাদেরকে রাস্তা ছেড়ে দেয়ার অনুরোধ করেন। এতে বিক্ষুব্ধ হয়ে উঠে হকাররা। তারা এ ব্যাপারে বিক্ষোভ প্রদর্শন করে। তারা সিটি কর্পোরেশনেও হামলা চালায় বলে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

হকারদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, মঙ্গলবার আদালতে চলমান একটি মামলার হাজিরা রয়েছে। তাদেরকে আটকানোর জন্য এমনটি করা হয়েছে।