সিলেটমঙ্গলবার , ৫ জুন ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

আল্লামা আজিজুল হক ও মুহিউদ্দীন খান (রহ) স্মরণে দোয়া মাহফিল

Ruhul Amin
জুন ৫, ২০১৮ ২:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: একজন ছিলেন কুরআনের অনুবাদক আরেকজন ছিলেন বোখারী শরীফের ভাষ্যকার। মাতৃভাষায় কুরআন-সুন্নাহর সঠিক ব্যাখ্যা বিশ্ববাসীর সামনে তুলে ধরে যে মহান খেদমত আঞ্জাম দিয়ে গেছেন তা ইতিহাসে চির স্মরণীয় হয়ে থাকবে।
দুজনই পবিত্র রমজান মাসের ১৯ তারিখ ইন্তেকাল করেছেন। সোমবার (১৯ রমজান) দিবাগত রাতে মাদানী কাফেলা সিলেট মহানগরীর উদ্যোগে শায়খুল ইসলাম জামেয়ায় অনুষ্ঠিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন হাফিজ শিব্বির আহমদ রাজি। আলোচনা পেশ করেন, বিশিষ্ট লেখক সৈয়দ মবনু, হাফিজ মাওলানা সৈয়দ শামিম আহমদ, হাফিজ মাওলানা সৈয়দ সালিম কাসেমী, সাংবাদিক ফয়সাল আমীন, মাদানী কাফেলা বাংলাদেশের সভাপতি রুহুল আমীন নগরী, লেখক ইকবাল হাসান জাহিদ । হাফিজ শাহিদ হাতিমীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিতছিলেন, শামিমাবাদ মাদরাসার শিক্ষক মুফতি মাসহুদুর রহমান, হাফিজ মাওলানা সাইম আহমদ, মাওলানা নুরুজ্জামান,দারুল আজহার ক্যাডেট মাদরাসার শিক্ষক মাওলানা আজাদুর রহমান, মাওলানা লুৎফুর রহমান নোমান, শায়খুল ইসলাম জামেয়ার শিক্ষক হাফিজ মাওলানা আলী হোসাইন,মাওলানা ইমরান আহমদ,মাওলানা কায়সান মাহমুদ আকবরি প্রমুখ।

সৈয়দ মবনু তার বক্তৃতায় মনীষীদ্বয়ের স্মৃতি চারণ করে বলেন, দুনু জনই স্বস্বক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। আমরা তাদের চিনতে পারিনি। তাদের চিনতে হলে বেশীকরে লেখা পড়া করতে হবে, তাদের জানতে হবে। বক্তারা বলেন, ১৯৭৬ সালে শায়খুল হাদীস ও মাওলানা খান একই সাথে রাজনীতি করেছেন। বেফাক প্রতিষ্ঠা করেছেন। তৎকালীন সময়ে শায়খুল হাদীস জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি ছিলেন আর মাওলানা খান ছিলেন জমিয়তের সেক্রেটারী। এছাড়া ইসলামী ঐক্যজোটের ব্যানারেও একসাথে ময়দানে কাজ করেছেন। জাতির সংকটময় মুর্হুতে তারা রাহবারি করেছেন। আজকের সময়ে তাদের প্রচন্ড প্রয়োজনীয়তা অনুভব করছি আমরা।  
পরে মরহুম দ্বয়ের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।