সিলেটশুক্রবার , ২৯ জুন ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

মদিনায় সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

Ruhul Amin
জুন ২৯, ২০১৮ ৯:০০ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট :

সৌদি আরবের মদিনায় পৃথক সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহতদের সবাই ওমরা পালনে সৌদি আরবে গিয়েছিলেন। মঙ্গলবার ওই দুই দুর্ঘটনায় আরও নয় জন আহত হয়েছেন বলে পরিবারের সদস্য ও প্রবাসী বাংলাদেশিরা জানিয়েছেন।

নিহতরা হলেন- রাজধানীর মিরপুরের পুরাতন কচুক্ষেতের জুলহাস (৫০), মোহাম্মদপুরের রাশেদ (৬৫), গোপালগঞ্জের আবুল বাশার (৬০) এবং গাইবান্ধার রাসেদুল ইসলাম বাবু (৫৫)।

জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের হজ কাউন্সেলর মাকসুদুর রহমান হতাহতের খবর নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, এ বিষয়ে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ওমরাহ শেষে মদিনা থেকে জেদ্দা বিমানবন্দরে যাওয়ার পথে মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে দুর্ঘটনায় মারা যান জুলহাস, রাশেদ ও বাশার।

অন্যদিকে রাসেদুল ইসলাম বাবু ওমরাহ শেষে দেশে ফেরার জন্য মদিনা বিমানবন্দরে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় পড়েন। তার পরিবারের তিন সদস্যও এ ঘটনায় আহত হন। তারা সবাই মদিনার কিং ফাহাদ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।