সিলেটশনিবার , ৩০ জুন ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ওসমানী বিমানবন্দরে ২২ পিস স্বর্ণের বারসহ এক ব্যক্তি আটক

Ruhul Amin
জুন ৩০, ২০১৮ ৪:১৭ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার :

সিলেট এম এ জি ওসমানী বিমানবন্দর থেকে ২২ পিস স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। জব্দ করা স্বর্ণের বারের ওজন ২.৫৭৪ কেজি। জব্দ করা স্বর্ণের আনুমানিক মূল্য ১ কোটি ২৫ লাখ।
আটক ব্যক্তির নাম সাদিকুর রহমান শামু (৩৬)। সে জগন্নাথপুর উপজেলার প্রভাকরপুর গ্রামের মো: জালাল উদ্দিন আবিরের পুত্র।
সূত্র জানায়, ওসমানী বিমানবন্দর দিয়ে স্বর্ণ চোরাচালান হবে এই মর্মে শুল্ক গোয়েন্দা বিভাগ গোপন সংবাদ পাওয়ার ভিত্তিতে বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ, ব্যাগেজ ব্যাল্ট, এপ্রোন সহ সকল গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্কতামূলক অবস্থান নেন। সকাল সাড়ে ৭টার দিকে দুবাই থেকে একটি ফ্লাইট বিজি-২৪৮ ফ্লাইট সিলেট বিমানবন্দরে অবতরণ করে। এ সময় একজন যাত্রীকে শুল্ক গোয়েন্দাদের সন্দেহ হয়। তারা ওই যাত্রীকে কাস্টমস হলে নিয়ে এসে তল্লাশী চালিয়ে তার জুতার ভেতরে স্কচটেপে মোড়ানো অবস্থায় দুটি প্যাকেট উদ্ধার করে। দুটি প্যাকেট থেকে ২২ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। স্বর্ণের পাশাপাশি তাৎক্ষনিকভাবে ওই যাত্রীকে আটক করা হয়।
উদ্ধার করা প্রতিটি স্বর্ণের বারের ওজন ১১৭ গ্রাম। আটক যাত্রীকে ফৌজদারি আইনের আওতায় বিমানবন্দর থানায় সোপর্দ করা হবে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে শুল্ক গোয়েন্দারা জানিয়েছে।